পরিবারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেন বেকহ্যাম দম্পতির বড় ছেলে

বেশ কিছুদিন থেকে ডালপালা মেলা গুঞ্জনই সত্যি হলো। বেকহ্যাম পরিবারের গৃহযুদ্ধ এখন প্রকাশ্য। ব্রুকলিন পেল্টজ বেকহ্যাম জানিয়েছেন, তিনি তার পরিবারের সঙ্গে আর 'মিলমিশ করতে চান না'। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের পর এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া একাধিক পোস্টে স্যার ডেভিড বেকহ্যাম ও ভিক্টোরিয়া বেকহ্যামের জ্যেষ্ঠ সন্তান অভিযোগ করেন, তার বাবা-মা সংবাদমাধ্যম ব্যবহার করে তাকে ও তার স্ত্রী নিকোলা পেল্টজ বেকহ্যামকে 'আক্রমণ' করেছেন এবং তাদের সম্পর্ক 'ধ্বংস করার চেষ্টা' করেছেন।

ব্রুকলিন বলেন, বহু বছর ধরে তিনি পরিস্থিতি ব্যক্তিগত রাখার চেষ্টা করেছেন। তবে তার বাবা-মা ও তাদের টিম বারবার সংবাদমাধ্যমে কথা বলায়, শেষ পর্যন্ত 'আত্মপক্ষ সমর্থন এবং সত্য তুলে ধরা' ছাড়া আর কোনো উপায় ছিল না।

তিনি লিখেছেন, 'আমি আমার পরিবারের সঙ্গে পুনর্মিলন চাই না। আমাকে কেউ নিয়ন্ত্রণ করছে না-আমি জীবনে প্রথমবার নিজের জন্য দাঁড়াচ্ছি।'

ব্রুকলিনের দাবি, নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য তার পরিবার সংবাদমাধ্যমে অসংখ্য মিথ্যা তথ্য ছড়িয়েছে, যার মূল্য দিতে হয়েছে নির্দোষ মানুষকে। তবে তিনি বিশ্বাস করেন, সত্য একসময় প্রকাশ পায়।

স্যার ডেভিড বেকহ্যাম সরাসরি ছেলের পোস্ট নিয়ে মন্তব্য না করলেও, মঙ্গলবার (২০ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে বলেন, 'সন্তানদের ভুল করার অধিকার আছে এবং ভুলের মাধ্যমেই তারা শেখে।' তিনি আরও বলেন, 'তিনি তার সন্তানদের সামাজিক যোগাযোগমাধ্যমের ভালো-মন্দ দিক সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছেন।'

এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি বেকহ্যাম ও লেডি বেকহ্যামের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে তারা কখনোই প্রকাশ্যে পারিবারিক দ্বন্দ্বের কথা স্বীকার করেননি।

ব্রুকলিনের বক্তব্যের বড় অংশজুড়ে ছিল তার স্ত্রী নিকোলা পেল্টজের সঙ্গে সম্পর্কের কথা। তার অভিযোগ, 'আমরা এক হওয়ার যত চেষ্টা করেছি, আমার পরিবার ততই নিকোলাকে অসম্মান করেছে।'

তিনি দাবি করেন, তার বাবা-মা তাদের বিয়েটিও ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ফ্যাশন ডিজাইনার মা শেষ মুহূর্তে নিকোলার বিয়ের পোশাক তৈরি বাতিল করেন, যদিও নিকোলা সেই ডিজাইন পরতে আগ্রহী ছিলেন। ফলে তাকে দ্রুত অন্য পোশাকের ব্যবস্থা করতে হয়।

যদিও সে সময় নিকোলা জানিয়েছিলেন, তার শাশুড়ির অ্যাটেলিয়ার সময়মতো পোশাকটি শেষ করতে পারবে না বুঝেই তা বাতিল করা হয়েছিল, এবং পারিবারিক দ্বন্দ্বের কথা তিনি অস্বীকার করেছিলেন।

ব্রুকলিন আরও অভিযোগ করেন, তাদের বিয়ের প্রথম নাচের সময় লেডি বেকহ্যাম অনুষ্ঠানটি 'দখল' করে নেন। তার দাবি, স্ত্রী নয়, বরং তার মা মঞ্চে তার সঙ্গে নাচতে আসেন এবং সবার সামনে 'অশোভন আচরণ' করেন।

ব্রুকলিন জানান, ২০২৫ সালে তিনি ও নিকোলা পুনরায় বিয়ের অনুষ্ঠান করেন, যাতে এমন স্মৃতি তৈরি হয় যা আনন্দ ও সুখ দেবে, উদ্বেগ বা লজ্জা নয়।

ব্রুকলিন আরও অভিযোগ করেন, বিয়ের কয়েক সপ্তাহ আগে তার বাবা-মা তাকে তার নামের অধিকার ছেড়ে দেওয়ার জন্য চাপ ও প্রলোভন দেখিয়েছিলেন। তিনি এতে রাজি না হওয়ায় আর্থিক সুবিধা নষ্ট হয় এবং এরপর থেকে পরিবার তার সঙ্গে আচরণ বদলে ফেলে।

ব্রুকলিন সেই ঘটনাটির কথাও উল্লেখ করেন, যা দ্বন্দ্বের গুঞ্জন আরও বাড়িয়েছিল। সেটি হলো গত মে মাসে বেকহ্যামের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে তার অনুপস্থিতি।
তার ভাষ্য অনুযায়ী, তিনি ও নিকোলা জন্মদিন উপলক্ষে লন্ডনে গেলেও এক সপ্তাহ ধরে হোটেলে অপেক্ষা করতে হয়। তিনি বলেন, 'শত অতিথি আর চারদিকে ক্যামেরা থাকা বড় পার্টি ছাড়া বাবা আমাদের সঙ্গে সময় কাটাতে রাজি হননি।'



তিনি আরও দাবি করেন, তার বাবা শেষ পর্যন্ত দেখা করতে রাজি হলেও শর্ত দেন-নিকোলা সেখানে থাকতে পারবেন না। এটিকে তিনি 'চরম অপমান' বলে উল্লেখ করেন। এরপর লস অ্যাঞ্জেলেস সফরেও পরিবার তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায়।

অন্যদিকে, সে সময় একটি সূত্র বিবিসিকে জানিয়েছিল, ব্রুকলিন পার্টিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তার ছোট ভাই রোমিও সেখানে এমন এক নারীর সঙ্গে উপস্থিত ছিলেন, যার সঙ্গে ব্রুকলিনের আগে সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছিল।

ব্রুকলিন অভিযোগ করেন, তার মা ইচ্ছাকৃতভাবে তার অতীতের নারীদের তাদের জীবনে ফিরিয়ে এনে তাকে ও তার স্ত্রীকে অস্বস্তিতে ফেলতেন।

ব্রুকলিন তার পরিবারকে সমালোচনা করে বলেন, তারা সব কিছুর ঊর্ধ্বে 'ব্র্যান্ড বেকহ্যাম'কে গুরুত্ব দেয়। তার ভাষায়, পরিবারে ভালোবাসা নির্ধারিত হয় আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে কতটা সক্রিয় তার ওপর।

তিনি আরও বলেন, 'জীবনের বেশিরভাগ সময় আমি বাবা-মায়ের নিয়ন্ত্রণে ছিলাম। আমি তীব্র উদ্বেগ নিয়ে বড় হয়েছি। পরিবার থেকে দূরে আসার পর প্রথমবারের মতো সেই উদ্বেগ দূর হয়েছে।'

ব্রুকলিনের দাবি, তার বাবা-মা তাকে ব্যক্তিগতভাবে ও প্রকাশ্যে আক্রমণ করেছেন এবং সেই অভিযোগগুলো সংবাদমাধ্যমে ছড়ানো হয়েছে। এমনকি তার ছোট ভাইদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, যারা পরে হঠাৎ করেই তাকে ব্লক করে দেয়।

তবে ভাই ক্রুজ বেকহ্যাম গত ডিসেম্বরে দাবি করেন, তাদের বাবা-মা কখনোই তাদের সন্তানকে আনফলো করেননি। তিনি বলেন, 'আমার মা-বাবা কখনোই তাদের ছেলেকে আনফলো করবেন না। আসলে আমাদের সবাইকেই ব্লক করা হয়েছিল।'

স্যার ডেভিড বেকহ্যাম ও সাবেক স্পাইস গার্ল ভিক্টোরিয়া বেকহ্যামের চার সন্তান-ব্রুকলিন, রোমিও (২৩), ক্রুজ (২০) ও হার্পার সেভেন (১৪)।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
কীভাবে নায়ক জাভেদের মৃত্যু হলো, জানালেন স্ত্রী Jan 21, 2026
img
বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : মাহাদী আমিন Jan 21, 2026
img
শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ব্যারিস্টার আরমান Jan 21, 2026
img
‘আচরণ বিধিমালা লঙ্ঘন করলে দায় প্রার্থীদের উপরই বর্তাবে’ Jan 21, 2026
img
খালেদা জিয়ার আদর্শে কাজ করতে চান ঢাকা-১৪ আসনের তু‌লি Jan 21, 2026
img
একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম: শাকিব খান Jan 21, 2026
img
অপপ্রচার চালিয়ে জামায়াতে ইসলামীর ঐক্য বিনষ্টের চেষ্টা চালানো হচ্ছে: মাহবুব জুবায়ের Jan 21, 2026
img
গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের অটল মনোভাব Jan 21, 2026
img
২০২৫ সালে রাজধানীর সড়কে ২১৯ জন নিহত Jan 21, 2026
img
পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন : সাখাওয়াত হোসেন Jan 21, 2026
img
রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী Jan 21, 2026
img
ঢাকা-১০ আসনে প্রতীক পেয়ে বিএন‌পি-জামায়াতের প্রার্থীর মন্তব্য Jan 21, 2026
img
যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে শাবনূর Jan 21, 2026
img
মিরপুরের ঘটনায় কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জামায়াতের Jan 21, 2026
img
দীর্ঘ ২২ বছর পর সিলেটে আসছেন তারেক রহমান,শ্বশুরবাড়িতে উৎসবের আমেজ Jan 21, 2026
img
এক বছরে ট্রাম্পের আলোচিত কূটনৈতিক পদক্ষেপসমূহ Jan 21, 2026
img
চরমোনাই পীরের দোয়া নিয়ে নির্বাচনে মাঠে নামছেন ভিপি নুর Jan 21, 2026
img
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন নেতানিয়াহু Jan 21, 2026
img
শেখ মেহেদীর সঙ্গে সাকিবের তুলনা নিয়ে বাশারের মন্তব্য Jan 21, 2026
img

মাইলস্টোন ট্রাজেডি

ছয় মাস চিকিৎসা, ৩৬টি অপারেশন শেষে ঘরে ফিরলো আবিদ Jan 21, 2026