সদ্য সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’–এ উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ওই অনুষ্ঠান ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বিতর্কিত স্ক্রিনশট, যা তুর্কী অভিনেত্রী হান্দে এরচেল-এর ইনস্টাগ্রাম স্টোরি বলে দাবি করা হচ্ছিল। তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন স্বয়ং হান্দে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটে দাবি করা হয়, শাহরুখ খানকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করেছেন হান্দে এরচেল।
তবে অভিনেত্রী নিজেই সেই স্ক্রিনশটকে ‘ফেইক’ আখ্যা দিয়ে জানান, তিনি শাহরুখকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। কী ঘটেছিল আসলে?
‘জয় অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন হান্দে এরচেল। শাহরুখ মঞ্চে উঠলে অভিনেত্রীকে সেই মুহূর্তের একটি ভিডিও ধারণ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশের মধ্যে শুরু হয় জল্পনা- তুর্কী অভিনেত্রী কি তবে কিং খানের ভক্ত?
এর মধ্যেই একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেটিকে হান্দে এরচেলের ইনস্টাগ্রাম স্টোরি বলে প্রচার করা হয়।
সেখানে লেখা ছিল- ‘এই কাকুটা কে? আমি তো আমার বান্ধবী আমিনা খলিলের ভিডিও করছিলাম। আমি ওর (শাহরুখের) ভক্ত নই।’ এই স্ক্রিনশট ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা ও বিতর্ক।
হান্দে এরচেলের স্পষ্ট জবাব
গুজব ছড়িয়ে পড়তেই নিজেই বিষয়টি পরিষ্কার করেন হান্দে এরচেল।
নিজের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘এটি ভুয়া।’
এ ছাড়া তার ইনস্টাগ্রাম প্রোফাইলেও এমন কোনো স্টোরির অস্তিত্ব পাওয়া যায়নি।
জানা গেছে, ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। অনেক অনুরাগীর মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই শাহরুখ খানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও একাধিক সাক্ষাৎকারে হান্দে এরচেল ভারতীয় সিনেমার প্রতি তার আগ্রহের কথা জানিয়েছেন।
এমনকি ভবিষ্যতে বলিউডে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।
এসকে/টিএ