দক্ষিণী সিনেমা থেকে বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিত নাম পূজা হেগড়ে। ক্যারিয়ারে একের পর এক বড় তারকার সঙ্গে কাজ করলেও বক্স অফিসে সেভাবে উল্লেখযোগ্য সাফল্য এখনো অধরাই রয়ে গেছে তার। এমনই এক সময় তাকে ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর এক গুঞ্জন।
শোনা যায়, ক্যারিয়ারের শুরুর দিকে নাকি এক প্রভাবশালী সহ-অভিনেতাকে রাগের মাথায় চড় মেরেছিলেন পূজা।
একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে এই দাবি ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক।
ওই প্রতিবেদনে বলা হয়, একটি ‘প্যান-ইন্ডিয়া’ সিনেমার শুটিং চলাকালে অনুমতি ছাড়াই এক পুরুষ সহ-অভিনেতা পূজার ভ্যানিটি ভ্যানে প্রবেশ করেন এবং অশোভন আচরণ করেন।
পরিস্থিতিতে অস্বস্তি বোধ করে পূজা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। এমনকি নির্মাতাদের জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি ওই অভিনেতার সঙ্গে আর কাজ করবেন না।
কিছু প্রতিবেদনে আরো দাবি করা হয়, সেই সময় নাকি সহ-অভিনেতাকে চড়ও মারেন অভিনেত্রী। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। কেউ কেউ পূজার অবস্থানকে সমর্থন করেন, আবার অনেকে অভিযুক্ত সহ-অভিনেতার পরিচয় জানার চেষ্টা শুরু করেন।
তবে বিতর্কে ইতি টানেন ইন্ডাস্ট্রির পরিচিত ট্র্যাকার রমেশ বালা।
তিনি স্পষ্ট জানান, পূজা হেগড়েকে ঘিরে ছড়িয়ে পড়া ওই সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া। তার মতে, এসব দাবির কোনো বাস্তব ভিত্তি নেই। পাশাপাশি যাচাই ছাড়া এ ধরনের তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, তামিল সিনেমা ‘মুগামুড়ি’-র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন পূজা হেগড়ে। তার আগেই মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করে বলিউডে নজর কাড়েন পূজা। পরে সালমান খানের সঙ্গে ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতেও দেখা যায় তাকে।
আগামী দিনে থালাপতি বিজয়ের বিপরীতে ‘জয় নয়াগন’ সিনেমায় পূজা হেগড়েকে দেখা যাবে।
এমকে/টিএ