ব্যর্থ অভিনয় থেকে নতুন পরিচয়ে কিম শর্মার প্রত্যাবর্তন

এক সময় রুপোলি পর্দায় সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন তিনি। কিন্তু একের পর এক ছবি ব্যর্থ হওয়ায় ধীরে ধীরে হারিয়ে যান বলিউডের ভিড় থেকে। সেই অভিনেত্রীই আজ পর্দার আড়ালে দাঁড়িয়ে সামলাচ্ছেন বহু তারকার ক্যারিয়ার ও সম্পদের হিসাব। ছেচল্লিশ বছরে পা দিয়ে কিম শর্মার জীবনকাহিনি যেন নিজেই এক নাটকীয় উত্থান-পতনের গল্প।

শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘মহব্বতেঁ’-এর মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন কিম শর্মা। হংসরাজের সঙ্গে তাঁর জুটি সে সময় দর্শকের নজর কেড়েছিল। কিন্তু প্রথম ছবির সাফল্যের পর আর ধারাবাহিক সাফল্য ধরা দেয়নি। ‘তুম সে অচ্ছা কৌন হ্যায়’, ‘ইয়াকিন’, ‘ফিদা’, ‘টম ডিক অ্যান্ড হ্যারি’সহ কয়েকটি ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে সেগুলি মুখ থুবড়ে পড়ে।

অভিনয়ে নিয়মিত কাজ না থাকায় ধীরে ধীরে আড়ালে চলে যান কিম। দুই হাজার দশ সালে ব্যবসায়ী আলি পঞ্জানিকে বিয়ে করে মুম্বই ছেড়ে কেনিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে স্বামীর ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে একটি হোটেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও সামলান। তবে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আবার মুম্বইয়ে ফিরে আসেন তিনি।

দুই হাজার সতেরো সালে কিম নিজেই জানান, তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তাঁর দাবি ছিল, স্বামীর অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই সংসার ভেঙে যায় এবং তিনি আর্থিক সংকটে পড়েন। এই সময় অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। পরে টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতার খবর ছড়ায়, যদিও সেই সম্পর্কও শেষ পর্যন্ত ভেঙে যায়।



ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেই কিম নিজের জন্য নতুন পথ খুঁজে নেন। অভিনয় ছেড়ে তিনি বিনোদন জগতের পর্দার আড়ালের কাজে মনোনিবেশ করেন। বর্তমানে তিনি বলিউডের একাধিক তারকার আপ্তসহায়ক হিসেবে কাজ করছেন। সেই তালিকায় রয়েছেন আলোচিত তারকা ওরি।

এক সাক্ষাৎকারে কিম জানান, ওরি কোনও সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর পরিচিত মুখ নন, বরং পরিকল্পিত সামাজিক পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে তৈরি একটি ধারণা। অল্প সময়ের মধ্যেই ওরি তারকাদের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন এবং বিনোদন জগতে পাকাপাকি জায়গা করে নেন। এই যাত্রার নেপথ্যে কিমের বড় ভূমিকা রয়েছে বলেও তিনি নিজেই স্বীকার করেছেন।

কিমের দাবি, ওরির সাফল্যের পেছনে তাঁর পরিশ্রম রয়েছে এবং বর্তমানে ওরির বিপুল সম্পদের গড়নেও তিনি যুক্ত। ওরি ছাড়াও সানা মকবুল, দয়ানন্দ শেট্টী এবং হলিউড অভিনেতা কিনু রিভ্‌সের আপ্তসহায়ক হিসেবেও কিম কাজ করেছেন বলে জানা যায়।

অভিনয়ে ব্যর্থতার পর দেউলিয়াত্ব, ব্যক্তিগত জীবনের ভাঙন পেরিয়ে আজ কিম শর্মা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক ভিন্ন ভূমিকায়। রুপোলি পর্দার আলোয় না থাকলেও, তারকাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর উপস্থিতি এখন বেশ দৃশ্যমান।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাবা হিরণের দ্বিতীয় বিবাহ নিয়ে মুখ খুললেন মেয়ে নিয়াসা Jan 21, 2026
img
আসন্ন নির্বাচনেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: ডা. তাহের Jan 21, 2026
img
তারেক রহমানের পরিকল্পনা দেশের অর্থনীতি বদলে দেবে: আসলাম চৌধুরী Jan 21, 2026
img
তারেক রহমানের সঙ্গে ৭ দলের বৈঠক Jan 21, 2026
img
রমজানের আগেই এলপিজি সংকট কেটে যাবে: জ্বালানি উপদেষ্টা Jan 21, 2026
img
ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সুরক্ষায় দায়িত্বে থাকবে আনসার Jan 21, 2026
img
বিএনপির ২ নেতাকে শোকজ Jan 21, 2026
img
প্রধান বিচারপতির সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাক্ষাৎ Jan 21, 2026
img
আরবি বিশ্ববিদ্যালয়ের ৩৬ পরীক্ষার্থী বহিষ্কার Jan 21, 2026
img
গণভোট ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা দেবে : আদিলুর রহমান Jan 21, 2026
img
তারেকের সমাবেশ নিয়ে শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল Jan 21, 2026
img
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচা আর নেই Jan 21, 2026
চাকসুর গত ৯০ দিনের কার্যক্রম তুলে ধরলেন জিএস | Jan 21, 2026
img
ঢাকা থেকে জামায়াত আমিরের নির্বাচনী সফর শুরু: মাঠে বাংলাদেশ টাইমসের তিন মোজো Jan 21, 2026
মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পাশে তারেক রহমান Jan 21, 2026
চাকসুর গত ৯০ দিনের কার্যক্রম তুলে ধরলেন জিএস Jan 21, 2026
'মিডিয়ার মধ্যে কি ক্যু হয়ে গিয়েছে নাকি Jan 21, 2026
ট্রাম্পের ‘গোপন নির্দেশনা’, কী ঘটতে যাচ্ছে তেহরানে Jan 21, 2026
img
শুটিংয়ে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘বাহামণি’ রণিতা Jan 21, 2026
img
এবার ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডা. তাহের Jan 21, 2026