এক সময় রুপোলি পর্দায় সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন তিনি। কিন্তু একের পর এক ছবি ব্যর্থ হওয়ায় ধীরে ধীরে হারিয়ে যান বলিউডের ভিড় থেকে। সেই অভিনেত্রীই আজ পর্দার আড়ালে দাঁড়িয়ে সামলাচ্ছেন বহু তারকার ক্যারিয়ার ও সম্পদের হিসাব। ছেচল্লিশ বছরে পা দিয়ে কিম শর্মার জীবনকাহিনি যেন নিজেই এক নাটকীয় উত্থান-পতনের গল্প।
শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘মহব্বতেঁ’-এর মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন কিম শর্মা। হংসরাজের সঙ্গে তাঁর জুটি সে সময় দর্শকের নজর কেড়েছিল। কিন্তু প্রথম ছবির সাফল্যের পর আর ধারাবাহিক সাফল্য ধরা দেয়নি। ‘তুম সে অচ্ছা কৌন হ্যায়’, ‘ইয়াকিন’, ‘ফিদা’, ‘টম ডিক অ্যান্ড হ্যারি’সহ কয়েকটি ছবিতে অভিনয় করলেও বক্স অফিসে সেগুলি মুখ থুবড়ে পড়ে।
অভিনয়ে নিয়মিত কাজ না থাকায় ধীরে ধীরে আড়ালে চলে যান কিম। দুই হাজার দশ সালে ব্যবসায়ী আলি পঞ্জানিকে বিয়ে করে মুম্বই ছেড়ে কেনিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে স্বামীর ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে একটি হোটেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও সামলান। তবে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আবার মুম্বইয়ে ফিরে আসেন তিনি।
দুই হাজার সতেরো সালে কিম নিজেই জানান, তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তাঁর দাবি ছিল, স্বামীর অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই সংসার ভেঙে যায় এবং তিনি আর্থিক সংকটে পড়েন। এই সময় অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। পরে টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতার খবর ছড়ায়, যদিও সেই সম্পর্কও শেষ পর্যন্ত ভেঙে যায়।
ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেই কিম নিজের জন্য নতুন পথ খুঁজে নেন। অভিনয় ছেড়ে তিনি বিনোদন জগতের পর্দার আড়ালের কাজে মনোনিবেশ করেন। বর্তমানে তিনি বলিউডের একাধিক তারকার আপ্তসহায়ক হিসেবে কাজ করছেন। সেই তালিকায় রয়েছেন আলোচিত তারকা ওরি।
এক সাক্ষাৎকারে কিম জানান, ওরি কোনও সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর পরিচিত মুখ নন, বরং পরিকল্পিত সামাজিক পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে তৈরি একটি ধারণা। অল্প সময়ের মধ্যেই ওরি তারকাদের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন এবং বিনোদন জগতে পাকাপাকি জায়গা করে নেন। এই যাত্রার নেপথ্যে কিমের বড় ভূমিকা রয়েছে বলেও তিনি নিজেই স্বীকার করেছেন।
কিমের দাবি, ওরির সাফল্যের পেছনে তাঁর পরিশ্রম রয়েছে এবং বর্তমানে ওরির বিপুল সম্পদের গড়নেও তিনি যুক্ত। ওরি ছাড়াও সানা মকবুল, দয়ানন্দ শেট্টী এবং হলিউড অভিনেতা কিনু রিভ্সের আপ্তসহায়ক হিসেবেও কিম কাজ করেছেন বলে জানা যায়।
অভিনয়ে ব্যর্থতার পর দেউলিয়াত্ব, ব্যক্তিগত জীবনের ভাঙন পেরিয়ে আজ কিম শর্মা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক ভিন্ন ভূমিকায়। রুপোলি পর্দার আলোয় না থাকলেও, তারকাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর উপস্থিতি এখন বেশ দৃশ্যমান।
এমকে/টিএ