ধনশ্রী বর্মার সঙ্গে পাকাপাকি আইনি বিচ্ছেদ হয়েছে ২০২৫-এ। সেই বিচ্ছেদ নিয়ে দীর্ঘ চাপানউতোর চলেছে একসময়ে। ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পরে মহবশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায় যুজ়বেন্দ্র চাহালের। তাঁরা একসঙ্গে একাধিক বার ক্যামেরাবন্দিও হয়েছেন। কিন্তু এ বার সেই সম্পর্কেও ভাঙন ধরল বলে গুঞ্জন।
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে বেতার উপস্থাপক মহবশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চাহালের। আইপিএল-এর সময় থেকে সেই গুঞ্জন আরও ঘনীভূত হয়েছিল। তবে সম্পর্কের কথা তাঁরা স্বীকার করেননি। আবার ক্যামেরার সামনে একসঙ্গে ধরাও দিয়েছেন অনায়াসে। খুব রাখঢাক করেননি।
আইপিএল-এ যখন মাঠে খেলছেন চাহাল, তখন দর্শকদের মাঝ থেকে ক্রিকেটতারকার জন্য গলা ফাটিয়েছিলেন মহবশ। আবার খেলায় জয়ী হলে, তাঁর হোটেলে পৌঁছে দিয়েছিলেন গোলাপের তোড়া। কিন্তু সেই সম্পর্কেও ভাঙন ধরেছে বলে শোনা যাচ্ছে। ইনস্টাগ্রামে পরস্পরকে ‘আনফলো’ করে দিয়েছেন চাহাল ও মহবশ।
সম্পর্ক নিয়ে মুখ কুলুপ এঁটেই ছিলেন ক্রিকেটতারকা ও বেতার উপস্থাপিকা। মহবশ বরাবরই বলে এসেছেন, তাঁরা শুধুই ভাল বন্ধু। ইনস্টাগ্রামে ‘আনফলো’ করা নিয়েও তাঁরা এখনও নীরব।
উল্লেখ্য, বিবাহবিচ্ছেদের পরে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল ধনশ্রীকে। গুঞ্জন ছড়িয়েছিল, তিনিই নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। কিন্তু ‘রাইস অ্যান্ড ফল’ রিয়্যালিটি শো-তে গিয়ে ধনশ্রী দাবি করেছিলেন, তিনি মুখ খুললে বিপদে পড়বেন চাহাল। সম্পর্কের প্রতারণার কথা উঠতেই ধনশ্রী তখন বলেছিলেন, “ইচ্ছে করে আমার বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। যত ভুলভাল কথা। ওর আসলে ভয় লাগে, আমি যদি মুখ খুলি! তাই আগে থেকেই আমাকে দমিয়ে রাখার চেষ্টা করে।”
আরআই/টিএ