নির্বাচনী ব্যয় নির্বাহের সহযোগিতা চাইলেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ সহযোগিতা কামনা করেন।
পোস্টে তারেক রহমান লেখেন, ‘আমার নির্বাচনী প্রচারণার জন্য কিছু ফেস্টুন-লিফলেট করতে দিয়েছি। সেখানে ১ লাখ ২০ হাজারের মতো বকেয়া আছে।
বকেয়া শোধ করলে ফেস্টুন-লিফলেটগুলো নিতে পারব। আজ রাত হতেই প্রচারণাসামগ্রীগুলো প্রয়োজন। আমার শুভাকাঙ্ক্ষী বড় ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। সহযোগিতা চাচ্ছি।’
পোস্টে মোবাইল ব্যাংকিংয়ের পাশাপাশি তিনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছেন। যোগাযোগের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছেন।
এমআর/টিএ