ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী বলেছেন, তিনি খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে চান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নিতে চাওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স ২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে না বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি।
৫২ বছর বয়সী ফেরারি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে চান তিনি।“এই মুহূর্তে আমরা বলছি, এই বড় ও বহু-প্রত্যাশিত প্রতিযোগিতা বয়কট করার কোনো ইচ্ছা মন্ত্রণালয়ের নেই। সামনে কী হতে পারে, তা আগে থেকে অনুমান করছি না আমি।”
“২০২৬ বিশ্বকাপ সকল ক্রীড়াপ্রেমীর জন্য খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত।” যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে এবারের বিশ্বকাপ হবে আগামী জুন-জুলাইয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল।
ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে চাওয়ার পর এর বিরোধিতা করেছে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের ৮টি দেশ। এজন্য আগামী মাস থেকে দেশগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টাপাল্টি বিভিন্ন বক্তব্যও দিচ্ছে দুই পক্ষ।
ফ্রান্সের বামপন্থী আইন প্রণেতা এরিক কোকেরেল বলেছেন, বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের আগামী আসর বয়কটের কথা বিবেচনা করা উচিত।
“সত্যি বলতে, আমরা কি সত্যিই এমন একটি দেশে ফুটবল বিশ্বকাপ খেলার কথা কল্পনা করতে পারি, যে দেশটি তার ‘প্রতিবেশীদের’ আক্রমণ করে, গ্রিনল্যান্ড আক্রমণের হুমকি দেয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, জাতিসংঘকে ধ্বংস করতে চায়।”
২০২২ সালে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল ফ্রান্স।
এসএস/টিএ