যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।
শহীদ মো. ইকবাল হোসেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ দিকে, শহিদ ইকবালের বহিষ্কারের ঘটনায় মণিরামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে অ্যাডভোকেট শহিদ ইকবাল হোসেন বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় আমাকে বহিষ্কার করা হয়েছে বলে শুনেছি। এখনো কোনো চিঠি হাতে পাইনি।’
আরআই/ এসএন