নিজেকে ‘এমএলএ ফাটাকেষ্ট’ উল্লেখ করে লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ বলেছেন, ‘আমি হাতীবান্ধা-পাটগ্রামের এমএলএ ফাটাকেষ্ট, যা সমগ্র বাংলাদেশ দেখেছে, আলহামদুলিল্লাহ’।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোড়া মার্কা প্রতীক পেয়ে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিহাব আহমেদ বলেন, ‘আমি আমার জায়গাটা থেকে সেরাটা দিয়ে কাজ করে যাব। আমার লোকজনের ওপর রাজনীতির মাঠ থেকে যে প্রেশার আসতেছে, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা চোখ কান খোলা রাখবেন এবং সবার জন্য সমানভাবে কাজ করে যাবেন। যেন হাতীবান্ধা-পাটগ্রাম থেকে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাই। প্রতিহিংসার কোনো নির্বাচন আমরা হাতীবান্ধা-পাটগ্রামে দেখতে চাই না’।
তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রার্থী হিসেবে আমার যে মূল্যায়ন, দলীয় প্রতীক থেকে যারা দাঁড়াচ্ছেন, তাদের মূল্যায়ন যেন সমান হয়। আমরা হাতীবান্ধা পাটগ্রাম থেকে যদি সমান অধিকার পাই, তাহলে একটা বিপ্লব ঘটায় দিয়ে দেখায় দিয়া যাব, ইনশাআল্লাহ’।
বুধবার সকাল ১০টা থেকেই উৎসবমুখর পরিবেশ লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার জেলার ৩টি আসনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২২জনের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।