নেত্রকোনায় পৌঁছেছে ২০০ পিপিই

করোনা পরিস্থিতি মোকাবেলা করতে নেত্রকোনার ১০ উপজেলার স্বাস্থ্যকর্মীদের জন্য ২০০ পিপিই সরঞ্জাম পৌঁছেছে ২০০ পিপিই।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম।

তিনি জানান, প্রতি উপজেলায় ৫টি করে মোট ৫০টি আইসোলেশন বেড রাখা হয়েছে। জেলায় মোট ১৬৭ জন্য চিকিৎসক ও ২৭৬ জন নার্স কর্মরত রয়েছেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত ১৮৯ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। যদিও পুলিশের কাছে তালিকা রয়েছে ১ হাজার ২৮ জনের। তাদের মধ্যে অনেকেই ১৪ দিন পার করে ফেলেছেন। এছাড়া যারা ১৪ দিনের ভেতরে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: