ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সমন্বয় সেলের তিনটি শিফট রয়েছে। এর মধ্যে প্রথম প্রথম শিফট সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত, দ্বিতীয় শিফট দুপুর ২টা হতে রাত ১০টা পর্যন্ত ও তৃতীয় শিফট রাত ১০টা হতে সকাল ৬টা পর্যন্ত চলবে।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী এই সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
আইকে/টিএ