কৃতি স্যানন বোন নূপুর স্যাননের বিয়ে ও প্রীতিভোজের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত প্রীতিভোজে নূপুর গাঢ় লাল রঙের সিকুইনড গাউন পরেছিলেন, যা সকলের নজর কেড়েছিল। তবে সেই আসরেরই এক চমক ছিল নূপুরের ননদ স্টেবি বেনের পোশাক। স্টেবি একই ধাঁচের লাল সিকুইনড গাউন পরেছিলেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিয়ের দিনে কনের সাজ সর্বদা বিশেষ গুরুত্ব পায়। কেন্দ্রবিন্দুতে থাকা নূপুরের উজ্জ্বল উপস্থিতি ছিল সকলের চোখে। অনেকে মন্তব্য করেছেন, স্টেবি বেনের সাজ যেন কনের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা, যা কটাক্ষের জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশের মতে, এই ধরণের আচরণ শুধু মধ্যবিত্ত পরিবারে নয়, তারকাদের মধ্যেও দেখা যায়। তবে এই নিয়ে নূপুর বা স্টেবি কেউ কোনো মন্তব্য করেননি।
প্রীতিভোজে কৃতি সেনন অলিভ সবুজ রঙের শাড়ি পরেছিলেন। দুই বোনের নানা মুহূর্ত ও হাসি-আনন্দের ছবি ভক্তদের মুগ্ধ করেছে। সামগ্রিকভাবে এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সাজ ও ননদের পোশাক সংক্রান্ত আলোচনার নতুন এক ধারা তৈরি করেছে।
পিআর/টিএ