বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতা অমিতাভ বচ্চন দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে নিজেকে নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য পরিচিত। মুম্বই শহর ঘুমায় না এমন কথাই শোনা যায়। তারকাদের রাতজাগা এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ ঘটনা। তবে অমিতাভ বচ্চন এই সব থেকে নিজেকে আলাদা রেখেছেন।
জানা গেছে, রাত আটটার পর থেকে তাঁর বাড়ির দরজা বন্ধ রাখা হয়। এই সময় থেকে বলিউডের কেউই অমিতাভের বাড়িতে প্রবেশ করতে পারেন না। তাঁর এই নিয়মের মূল উদ্দেশ্য, পরিবার এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা।
এই খবর সম্প্রতি জানিয়েছেন তাঁর সহ-অভিনেতা রাজ বুন্দেলা। রাজ জানান, অমিতাভ শুটিংয়ে নিজের কাজ সঠিকভাবে সম্পন্ন করে বাড়ি ফিরতেন। বাড়িতে ফিরে তিনি পুরো সময়টাই পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করতেন। তিনি পরনিন্দা ও গুজবের বাইরে থাকতে ভালোবাসেন। রাজ আরও বলেন, ‘‘অমিতজি সর্বদা কাজ শেষ করে বাড়ি ফিরে আসতেন। রাত আটটার পর ইন্ডাস্ট্রির কেউ তাঁর বাড়িতে আসতে পারতেন না। এভাবেই তিনি পরিবার, সংসার এবং অভিনয়জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেন।’’
অমিতাভ বচ্চনের এই নিয়মানুবর্তিতা এবং সময় ব্যবস্থাপনার দৃষ্টান্ত ইন্ডাস্ট্রিতে নতুন প্রজন্মের অভিনেতাদের জন্যও শিক্ষণীয়। শুধুমাত্র প্রফেশনালিজম নয়, পারিবারিক মূল্যবোধকেও তিনি সমানভাবে গুরুত্ব দেন।
এমকে/টিএ