বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি নিজের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনায় এসেছে। ২০১৯ সালে কর্ণ জোহরের পরিচালনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। যদিও সেই ছবিতে অভিনয় নিয়ে সমালোচনা আসে এবং বলিউডে তারকাসন্তান হওয়া মানেই সাফল্য পাওয়া যায় না এটি অনন্যা প্রমাণ করেছেন। পরবর্তী সময়ে একের পর এক ছবি দর্শকপ্রিয়তা পায়নি, তবে সাম্প্রতিককালে ‘খো গয়ে হম কহাঁ’, ‘কল মি বে’ ও ‘কন্ট্রোল’-এর মতো ছবিতে তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন।
অভিনয়ের পাশাপাশি অনন্যা আলোচনা কেড়েছেন ব্যক্তিগত জীবনের কারণে। আদিত্য রয় কপূরের সঙ্গে দূরত্ব এবং ওয়াকার ব্লাঙ্কোারের সঙ্গে নৈকট্যের কারণে তিনি সংবাদমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা প্রকাশ্যে জানিয়েছেন, “আজ থেকে পাঁচ বছর পরে আমি নিজেকে বিবাহিত দেখতে চাই। একটি সুখী সংসার, সন্তানের পরিকল্পনা আর অনেকগুলি পোষ্য সারমেয়।”
এ বিষয়ে টেলিভিশনের এক রিয়্যালিটি অনুষ্ঠানে অনন্যার মা ভাবনা পাণ্ডে মজা করে মেয়ের বিয়ের দিনের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি চাই অনন্যার বিয়েতে মাটনের বাহারি পদ, রসুনের আচার, ভারতীয় কায়দায় তৈরি তিরামিশু, এছাড়াও বেগুনি পরোটা থাকুক।” পাণ্ডে পরিবার খাবারের প্রতি খুবই রসিক, তাই অনন্যার বিয়েতে খাবারের বন্দোবস্তও বিশেষভাবে রাখতে চাচ্ছেন ভাবনা পাণ্ডে।
পরিচিতি ও পরিবারিক প্রভাবের মাঝেও নিজের স্বপ্ন ও পরিকল্পনা সম্পর্কে স্পষ্টভাবে বলতে পারা অনন্যাকে ভক্তরা উৎসাহ সহকারে সমর্থন করছেন। এখনো বলিউডে অভিনয়কে কেন্দ্র করে নিজের অবস্থান ধরে রাখতে চাইছেন অনন্যা, সঙ্গে ব্যক্তিগত জীবনেও স্থিতিশীলতা চাচ্ছেন।
পিআর/টিএ