চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের ১৭ জন ও নাচোল পৌরসভার ১০ জন বিএনপির নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে নাচোল পৌর জামায়াতে আমির মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কসবা ইউনিয়নের জামায়াতে যোগদানকারীরা হলেন- ১/ মো. আবুল কালাম আজাদ, পিতা মৃত নাজির উদ্দিন, ২/ মোহাম্মদ ইউনুস আলী বাবু, পিতা মৃত রুস্তম আলী, ৩/ মোহাম্মদ নয়ন হোসেন, পিতা মো. ইউনুস আলী বাবু ,৪/ মো. শফি হোসেন, পিতা মৃত সোলাইমান, ৫/ মোহাম্মদ তাজেল আলী, পিতা নাম মো. আমজাদ আলী, ৬/ মো. আসাবুল হোসেন, পিতা বক্তার আলী, ৭/ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিতা মো. মৃত মজলুর রহমান, ৮/ মোহাম্মদ মাসুদ রানা, পিতা জালাল উদ্দিন ৯/ আব্দুর সোবহান আলি, পিতা আব্দুল হানিফ, ১০/ মোহাম্মদ আনারুল হক, পিতা এন তাজ আলী ১১/ মো. হায়াত আলী, পিতা. এরশাদ হোসেন, ১২/ আলাউদ্দিন, পিতা মৃত সুলাইমান, ১৩/ মোহাম্মদ আজিজুল হক, পিতা. মৃত্যু আতিকুল ইসলাম, ১৪/ মোহাম্মদ আনিসুর রহমান, পিতা মৃত্য রুস্তম আলী ১৫/ মোহাম্মদ তোহরুল ইসলাম পিতা. মৃত্য কয়েশ আলী, ১৬/ আবু সাঈদ, পিতা বিলাত মোড়ল এবং ১৭/ মোহাম্মদ আনারুল ইসলাম।
এ ছাড়া, নাচোল পৌরসভার যোগদানকারীরা হলেন- ১। মো. রবিউল ইসলাম পিতা মো. মনিরুল ইসলাম, ২। মো. শাহিন আলী, পিতা মো. মিলন, ৩। মো. শিহাব আলী, পিতা. মো. আব্দুর রহিম, ৪। মো. ইমন হাসান, পিতা মো. আব্দুল জলিল ৫। মো. সিফাত হোসেন, পিতা মো. আব্দুর রহিম, ৬। মো. আযিম রানা, পিতা মো. মোশারফ হোসেন, ৭। মো. ফজর আলী, পিতা মো. ডালিম, ৮। মো. ইউসুফ, পিতা মো. অহিদুল ইসলাম, ৯। মো. সিফাত, পিতা মো. মিলন ও ১০। মো. আব্দুল মোমিন, পিতা নাদের আলী।
জানা যায়, উপজেলার ১ নম্বর কসবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এলাইপুর বাজারে জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ মিজানুর রহমানের গণসংযোগ চলাকালে আবুল কালাম ও ইউনুস বাবুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন। নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১০ জন যুবক বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
এ সময় ড. মুহাম্মদ মিজানুর রহমান নতুন সদস্যদের ফুলের মালা দিয়ে স্বাগত জানান। তিনি বলেন, গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় জামায়াতে যারা যুক্ত হচ্ছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
এসএস/এসএন