বিপ্লবী বিতর্কের মুখে রয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে। গত ৪৮ ঘণ্টায় এই বিষয়টি সর্বত্র তোলপাড় সৃষ্টি করেছে। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। পাল্টা বক্তব্য দিয়েছেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। এই অবস্থায় হিরণ নিজে এখনও মুখ খুলেননি, তার দলের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিনোদন ও রাজনীতির মুখ্য ব্যক্তিদের মধ্যে এই বিতর্ক নিয়ে মতামত জানতে চাইলে একাধিক তারকা ও নেত্রী সংযম প্রকাশ করেছেন। অভিনেত্রী ঊষসী চক্রবর্তী বলেছেন, এটি একান্তই হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয়, তাই বাইরে থেকে কারো হস্তক্ষেপ উচিত নয়। অভিনেত্রী ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও মন্তব্য করতে রাজি হননি। তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও জানিয়েছেন, তিনি হিরণকে ব্যক্তিগতভাবে চেনেন, তবে স্ত্রীকে চেনেন না, তাই বাইরের কেউ মন্তব্য করা ঠিক হবে না। শতাব্দী উল্লেখ করেন, পরিবারে বড় মেয়ে রয়েছে, কাদা ছোড়াছুড়ি দুই পক্ষকেই অসম্মানিত করবে এবং সমাজমাধ্যমেও তাদের নিজস্ব জায়গায় ছাড়া উচিত।
মঙ্গলবার আনন্দপুর থানায় প্রথম স্ত্রী অনিন্দিতা অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন, “আমাদের ডিভোর্স হয়ে যাক, তারপর হিরণ নাচতে নাচতে বিয়ে করুক।” হিরণ-কন্যা নিয়াসাও থানা থেকে বেরিয়ে জানিয়েছেন, দ্বিতীয় স্ত্রী ঋতিকা তাঁকে মেসেজ করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সব পক্ষই সংযম বজায় রাখার পরামর্শ দিচ্ছে।
বর্তমানে হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিকদের যোগাযোগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ফোনে কখনো সংযোগ পাওয়া গেছে, কখনো ফোন বন্ধ ছিল। বিতর্কের জেরে সমাজমাধ্যমে এই বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
পিআর/টিএ