অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

পাকিস্তানের কৌশলে স্কটল্যান্ড বাদ, জিম্বাবুয়ে সুপার সিক্সে

হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান এমনভাবে লক্ষ্য তাড়া করেছে, যাতে নিজেদের জয়ের পাশাপাশি টুর্নামেন্টের নিয়মের ফাঁক গলে প্রতিপক্ষ জিম্বাবুয়ে সুপার সিক্সে উঠে যায় আর বাদ পড়ে স্কটল্যান্ড। 

গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে সমান পয়েন্টে থাকলেও নেট রান রেটের হিসাবে শেষ পর্যন্ত এগিয়ে থাকে জিম্বাবুয়ে। ফলে পাকিস্তানের সঙ্গে সুপার সিক্সের টিকিট পেয়েছে জিম্বাবুয়ে।
 
তবে পাকিস্তান যদি ২৫.২ ওভারের আগেই ১২৯ রানের লক্ষ্য টপকে ম্যাচ জিতে নিত, তাহলে জিম্বাবুয়ে নয়, স্কটল্যান্ডই উঠত সুপার সিক্সে। ১৪ ওভার শেষে ৮৪ রান তোলা পাকিস্তানের খেলা দেখে হয়তো আশায় বুক বাঁধতে শুরু করেছিল স্কটিশরা। কিন্তু ১৪ ওভার শেষে আচমকাই গতি কমিয়ে দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত তারা ১২৯ রানের লক্ষ্য ছুঁতে ২৬.২ ওভার খেলে পাকিস্তান।
 
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার সিক্সে গ্রুপ পর্বের পয়েন্ট ও নেট রান রেট সুপার সিক্সেও যোগ হবে, তবে শুধু পরবর্তী রাউন্ডে পৌঁছানো দলের বিপক্ষে খেলা ম্যাচ হিসেবে ধরা হবে। 

এই হিসাব মাথায় রেখেই পাকিস্তান তাদের রান তাড়ার গতি নিয়ন্ত্রণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, পাকিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে স্কটল্যান্ডের তুলনায় বড় ব্যবধানে জিতেছিল।

ফলে জিম্বাবুয়ে সুপার সিক্সে উঠলে পাকিস্তানের নেট রান রেট বেশি ভালো থাকে।

ম্যাচে ধারাভাষ্য দিতে থাকা সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার পাকিস্তানের এই কৌশলকে সমর্থন করেছেন। 



ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো-কে তিনি বলেন, ‘আমি মনে করি, এটি তাদের জন্য যুক্তিসংগত কৌশল ছিল। স্কটল্যান্ডের বদলে জিম্বাবুয়ে উঠলে পাকিস্তানের নেট রান রেট ভালো থাকছে। তাই আগে নিশ্চিত করেছে তারা ম্যাচ হারবে না, এরপর ইচ্ছাকৃতভাবে গতি কমিয়েছে।’

পাকিস্তান আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিল ৬.৫ ওভার হাতে রেখে।

জিম্বাবুয়ের বিপক্ষে তারা চাইলে আরও বড় ব্যবধানে জিততে পারত। কিন্তু জিম্বাবুয়ে বাদ পড়লে সেই জয় সুপার সিক্সে কোনো সুবিধা দিত না। 

এ ছাড়া এই কৌশলের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডও একটি বাড়তি সুবিধা হারিয়েছে। ইংল্যান্ড স্কটল্যান্ডকে ২৫২ রানে হারিয়ে যে বড় নেট রান রেট পেয়েছিল, স্কটল্যান্ড বাদ পড়ায় সেটিও সুপার সিক্সের হিসেবে থাকছে না।

তবে প্রশ্ন উঠেছে, পাকিস্তানের এই ধীরগতির ব্যাটিং যদি প্রমাণিতভাবে ইচ্ছাকৃত হয়, তাহলে কি এটি আইসিসির আচরণবিধি লঙ্ঘন? আইসিসি কোড অব কন্ডাক্টের ২.১১ ধারায় বলা আছে, ‘অযথা কৌশলগত কারণে ম্যাচ প্রভাবিত করার চেষ্টা’ লেভেল-২ অপরাধ। যদিও এটি প্রমাণ করা অত্যন্ত কঠিন।

ম্যাচের পরিসংখ্যানই বিতর্কের ইন্ধন জুগিয়েছে। ১৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮৪ রান। জয়ের জন্য তখন প্রয়োজন মাত্র ৪৫ রান, হাতে ১১.২ ওভার। কিন্তু এরপর ব্যাটসম্যান সামের মিনহাস ও আহমেদ হুসাইন আক্রমণাত্মক ব্যাটিং ছেড়ে দেন। পরের ১২ ওভারে আসে মাত্র ৩৬ রান, ৮৯ বলের মধ্যে কোনো বাউন্ডারি ছাড়াই।

ফ্লাওয়ার ধারাভাষ্যে বলেন, ‘শেষ দশ ওভারে পাকিস্তান খুব চতুরভাবে খেলেছে। তারা পরিষ্কারভাবে হিসাব জানে- জিম্বাবুয়ের সঙ্গে উঠলে তাদের লাভ বেশি।’

জিম্বাবুয়ের সুপার সিক্স নিশ্চিত হওয়ার পরই আবার আগ্রাসী হয়ে ওঠে পাকিস্তান। জয়ের জন্য যখন প্রয়োজন ছিল মাত্র ৯ রান, তখন মিনহাস টানা দুই ছক্কায় ম্যাচ শেষ করেন। অপরাজিত ৭৪ রান করে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

স্কটল্যান্ডের বিদায় নিয়ে ফ্লাওয়ার বলেন, ‘এটা স্কটল্যান্ডের জন্য খুবই কঠিন মুহূর্ত।’ তবে শেষ পর্যন্ত তিনি পাকিস্তানের পক্ষেই অবস্থান নেন- ‘আমি মনে করি, এটি ন্যায্য কৌশল ছিল এবং খেলাটির মর্যাদা ক্ষুণ্ন করেনি।’

উল্লেখ্য, এমন কৌশলের নজির আগে রয়েছে। ১৯৯৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার রান তাড়ার সময় স্টিভ ওয়াওও সুপার সিক্সের হিসাব মাথায় রেখে একই ধরনের কৌশল নিয়েছিলেন।

এমআই/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম : হাসনাত আব্দুল্লাহ Jan 23, 2026
img
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা জারি Jan 23, 2026
img
যুক্তরাষ্ট্রকে অল্পতেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ Jan 23, 2026
img
লবণ শ্রমিকদের সঙ্গে সালাহউদ্দিন আহমদের সেলফি Jan 23, 2026
img

বিপিএল ফাইনাল

টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম Jan 23, 2026
img
অবশেষে এয়ারলাইন্সের সারচার্জ কমিয়ে ১৪.২৫ শতাংশ করল সরকার Jan 23, 2026
img
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটির মামলা: কুমার শানুর পক্ষেই রায় আদালতের Jan 23, 2026
img
হেলিকপ্টারে করে মাঠে এলো বিপিএলের ট্রফি Jan 23, 2026
img
বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী মিলন Jan 23, 2026
img
সুপ্রিম কোর্ট সচিবালয়ে ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ Jan 23, 2026
img
নির্বাচনকে ঘিরে নানা ধরনের চক্রান্ত চলছে: আমানউল্লাহ আমান Jan 23, 2026
img
ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের Jan 23, 2026
img
শুটিং ফেলে আসার পর ‘প্রিন্স’ নিয়ে শাকিবের নতুন বার্তা! Jan 23, 2026
img
রোববার ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান Jan 23, 2026
img
পুরান ঢাকার জটিল সমস্যাগুলোর স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের Jan 23, 2026
img

জাতীয় নির্বাচন

সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Jan 23, 2026
img
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র Jan 23, 2026
img
ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত: শফিকুর রহমান Jan 23, 2026
img
দিনাজপুরকে সিটি করপোরেশন করে গড়ে তোলা হবে: জামায়াত আমির Jan 23, 2026
img
ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেয়ার আহ্বান জামায়াত আমিরের Jan 23, 2026