ছোটবেলার সরস্বতীপুজোর স্মৃতি তিন নায়িকার জন্য এখনও জীবন্ত। আরাত্রিকা মাইতি, তিয়াসা লেপচা এবং অভীকা মালাকার তাদের ছোটবেলার সরস্বতীপুজোর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। কাজের সূত্রে বর্তমানে কলকাতায় থাকলেও তাদের বেড়ে ওঠা শহরের কোলাহলের বাইরে। আরাত্রিকার ছোটবেলা কেটেছে ঝাড়গ্রামে, তিয়াসা বনগাঁতে, আর অভীকা উত্তরবঙ্গে। তাই তাঁদের পুজোর দিনগুলোও ছিল আলাদা রঙের।
আরাত্রিকা জানালেন, “ঝাড়গ্রামের স্কুলে পুজো হত। বন্ধুরা মিলে পাড়ার পুজোও দেখতাম। সবচেয়ে আনন্দ হত শাড়ি পরে ঘুরতে যাওয়ায়। তিন-চার দিন পড়াশোনার ছুটি থাকত।” তিয়াসার অভিজ্ঞতা আরাত্রিকার চেয়ে ভিন্ন। তিনি বলেন, “ঘুরতে যেতাম, খেতে যেতাম। লুকিয়ে লুকিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতাম। মাকে বললে বকুনি খেতাম।” অভীকা জানিয়েছেন, তাঁর স্কুলে সরস্বতীপুজোর আয়োজন হত না। তবে পাড়ার কিছু পরিবার মিলে ও তাঁদের বাড়িতেই পুজো হত। মা-বাবা, ঠাকুমা সবকিছু আয়োজন করতেন। এখন কলকাতায় থাকায় তিনি সেই পুজো মিস করবেন। উল্লেখযোগ্য, এবারের সরস্বতীপুজোয় অভীকারের প্রথম বড়পর্দার ছবিও মুক্তি পাবে।
ছোটবেলার সরস্বতীপুজো, শাড়ির রঙিন আনন্দ, বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্ত এবং লুকানো প্রেম এই সবকিছুই তিন নায়িকার জন্য স্বতন্ত্র স্মৃতিতে রয়ে গেছে।