বক্স অফিসে একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে এবার ড্রয়িংরুমের পর্দায় হাজির হচ্ছে আদিত্য ধর পরিচালিত মেগা হিট ছবি ‘ধুরন্ধর’। রণবীর সিং ও অক্ষয় খান্নার দুর্দান্ত অভিনয়ের এই স্পাই থ্রিলারটি প্রেক্ষাগৃহে দাপট দেখানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্য প্রস্তুত।
সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘স্যাকনিল্ক’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) থেকে জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স-এ দেখা যাবে এই ব্লকবাস্টার সিনেমাটি। রেকর্ড গড়া চুক্তি ‘ধুরন্ধর’ কেবল বক্স অফিসেই নয়, ওটিটি স্বত্ব বিক্রিতেও বাজিমাত করেছে।
এই সিনেমা এবং এর সম্ভাব্য সিক্যুয়েলের ডিজিটাল স্বত্ব মিলিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে নেটফ্লিক্সের প্রায় ১৩০ কোটির একটি মেগা চুক্তি সম্পন্ন হয়েছে। রণবীর সিংয়ের ক্যারিয়ারে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এত বড় অঙ্কের আয় এবারই প্রথম, যা তার ক্যারিয়ারের মুকুটে নতুন পালক যোগ করল।
গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর’ বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। বিশ্বজুড়ে ছবিটির মোট আয় এখন পর্যন্ত দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩৩৯ কোটি। কেবল ভারতের বাজারেই ৪৮ দিনে এটি নেট সংগ্রহ করেছে ৮৮৪ কোটি এবং গ্রস কালেকশন প্রায় ৯৯৫ কোটি।
আয়ের এই বিশাল অংক সানি দেওলের ‘গদর ২’ কিংবা আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর মতো দানবীয় হিটগুলোকেও অনায়াসে পেছনে ফেলে দিয়েছে। বর্তমানে ভারতের বাজারে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির তকমাটি এখন ‘ধুরন্ধর’-এর দখলে।
পিআর/টিএ