জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কেউ কেউ বসন্তের কোকিল হয়ে এসে বলে “কুহু কুহু”, আমরা এসব চাই না।’
শুক্রবার (২৩ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ের চিনিকল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘ষড়যন্ত্র করে এখানকার মানুষদের বঞ্চিত করা হয়েছে। এতদিন যারা চুরি করেছে, তাদের পেটের ভেতর থেকে টাকা বের করে উন্নয়ন করবো। উত্তরাঞ্চলের মানুষের উন্নয়ন করে চেহারা পালটে দিব।’
তিনি বলেন, ‘প্রতিটি নাগরিককে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চাই।’
এমকে/টিএ