বলিপাড়ার জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর কেবল চকলেট-বয় ছাপই নয়, বরং বিভিন্ন আবেগঘন ও ক্রুর চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। তাঁর পরবর্তী বড় মুক্তি ‘ও রোমিও’-র আগে এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সর্বোচ্চ আয়ের পাঁচটি চলচ্চিত্র এবং বর্তমানে কোথায় দেখা যাবে সেগুলি।
১. পদ্মাবতী (২০১৮)
সঞ্জয়লীলা ভানসালির পরিচালনায় মুক্তি পাওয়া এই মহাকাব্যিক সিনেমায় শাহিদ রাজারতন সিংহের চরিত্রে। সুলতান খিলজীর চোখে যখন রানী পদ্মাবতী, তখন গৌরব, সম্মান ও ত্যাগের কাহিনী ফুটে ওঠে। ভারতের বক্স অফিসে আয় ৩০০.২৬ কোটি টাকা। এখন দেখা যাবে অ্যাপল টিভিতে (ভাড়া)।
২. কবীর সিং (২০১৯)
সন্দীপ রেড্ডি ভঙ্গার পরিচালনায়, হৃদয়ভাঙা প্রেম ও আসক্তির যাত্রায় শাহিদ অভিনয় করেছেন আবেগপ্রবণ ও উন্মাদ কবীর সিং হিসেবে। ভারতের বক্স অফিস আয় ২৭৮.২৪ কোটি। বর্তমানে জিওহটস্টারে স্ট্রিমিং করা যায়।
৩. তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া (২০২৪)
আমিত জোশীর পরিচালনায় এই রোমান্টিক-সায়েন্স ফিকশন সিনেমায় শাহিদ অভিনয় করেছেন রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে, যিনি এআই-চালিত মহিলার প্রেমে পড়েন। ভারতের বক্স অফিস আয় ৮৭ কোটি। বর্তমানে অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে।
৪. আর… রাজকুমার (২০১৩)
প্রভু দেওয়ার পরিচালনায় অ্যাকশন, রোমান্স এবং ঝরঝরে সংলাপের এই সিনেমায় শাহিদকে দেখা গেছে শক্তিশালী ও ক্রুর চরিত্রে। বক্স অফিস আয় ৬৪ কোটি। অ্যাপল টিভিতে ভাড়া দিয়ে দেখা যাবে।
৫. উডটা পাঞ্জাব (২০১৬)
অভিষেক চৌবের পরিচালিত এই চলচ্চিত্রে শাহিদ অভিনয় করেছেন ড্রাগাসক্ত রকস্টার চরিত্রে। পাঞ্জাবের ড্রাগ সমস্যা নিয়ে এটি একটি শক্তিশালী বহু-নির্দেশক সিনেমা। বক্স অফিস আয় ৫৯.৬ কোটি। স্ট্রিমিং সম্ভব নেটফ্লিক্সে।
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ মুক্তি ‘ও রোমিও’-র আগেই দর্শকরা শাহিদের সবচেয়ে বড় বক্স অফিস হিটগুলো পুনরায় উপভোগ করতে পারবেন, সবই এক ক্লিকে।
পিআর/টিএ