আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের স্বতন্ত্র (হাঁস প্রতীক) প্রার্থী এবি সিদ্দিকুর রহমান বলেছেন, আমি নিজে জীবনে কখনো ঘুষ খাইনি, কাউকে ঘুষ দিই না।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের ষোলহাসিয়াস্থ নিজ বাড়িতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ বি সিদ্দিকুর রহমান বলেন, ‘গফরগাঁও-পাগলা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করে মাদক মুক্ত, চাঁদাবাজমুক্ত করাব। আমি নিজে জীবনে কখনো ঘুষ খাইনি। অন্যকেও ঘুষ দিই না। এই বৃদ্ধ বয়সে আমি নির্বাচন করছি কারণ বাকি জীবনটা গফরগাঁও-পাগলাবাসীর সেবা করে মরতে চাই।’ তিনি নির্বাচনে জয়ী হতে সবার ভোট, সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুল ইসলাম সানা, উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রিপনসহ অন্যান্য নেতাকর্মীরা।
গফরগাঁওয়ে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।
এবি/টিকে