গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাঈদ মোল্যা (২৫) নাম এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাঈদ টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজাদ মোল্লার ছেলে। জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের মালেক বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলের চালক সাঈদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন সাঈদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টিজে/টিকে