এই মুহূর্তে স্বামী বিরাট কোহলি ও সন্তানদের নিয়ে বিদেশে সুখের জীবন কাটাচ্ছেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও সাবেক মডেল আনুশকা শর্মা। কিছুদিন আগে মেয়ের পাঁচ বছরের জন্মদিনে দেওয়া এক পোস্টে তিনি জানান, মা হিসেবে নিজের ভূমিকাতেই তিনি এখন সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছেন এবং আপাতত অন্য কোনো ভূমিকার কথা ভাবছেন না।
আনুশকার এই মন্তব্য নিয়ে যখন নেটদুনিয়ায় আলোচনা চলছিল, ঠিক তখনই দুবাই পর্যটন প্রচারে নির্মিত একটি বিজ্ঞাপনে বিরাট-আনুশকার রসায়ন নজর কাড়ে সবার। বিজ্ঞাপনটি ঘিরে আবারও তাদের ভালোবাসা ও সম্পর্কের গভীরতা নিয়ে মুগ্ধতা ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিরাট ও আনুশকা ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি শেয়ার করেন। এতে দেখা যায়, দুবাইয়ের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে করতে একে অপরকে চমকে দেওয়ার চ্যালেঞ্জ নেন এই তারকা দম্পতি। আনুশকা মরুভূমির মাঝে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেন বিরাটের জন্য। এরপর দুজন মিলে বন্যপ্রাণী দেখতে বের হন।
এক পর্যায়ে সমুদ্রসৈকতে ভলিবলে আনুশকাকে হারিয়ে মজা করে বিরাট বলেন, তিনি সত্যিই একজন ভালো ভলিবল খেলোয়াড়। পরে আনুশকার কেনা পোশাক পরে নাচতেও দেখা যায় তাকে। পাল্টা চমক হিসেবে দিল্লির বিখ্যাত ছোলে ভাটুরে এনে বিরাটকে সারপ্রাইজ দেন আনুশকা।
বিজ্ঞাপনের শেষ অংশে একান্ত সময় কাটানোর মাঝেই আনুশকার প্রিয় কোল্ড কফি এনে দেন বিরাট। একের পর এক সারপ্রাইজের মধ্য দিয়ে ফুটে ওঠে তাদের ভালোবাসার গভীরতা। যদিও পুরোটা একটি বিজ্ঞাপনের অংশ, তবু বাস্তব আবেগে ভরা এই মুহূর্তগুলো দর্শকদের মন ছুঁয়ে গেছে।
বিজ্ঞাপনটি দেখে কেউ মন্তব্য করেছেন, ‘সিনেমার থেকেও কম নয়’, কেউ লিখেছেন, ‘ডেটিংয়ের সুন্দর কিছু মুহূর্ত দেখলাম’, আবার অনেকেই বলছেন, ‘অসাধারণ রসায়ন’ ও ‘খুব সুন্দর।’
কেএন/টিকে