বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ জানুয়ারী) দুপুরে গৌরনদী উপজেলার শরিকল এলাকায় এ ঘটনা ঘটে।
এতে অন্তত তিনজন আহত হয়েছে বলে দাবি করা হয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে। আহতরা হলেন শাহ আলম ফকির, আনিস ফকির ও কামাল। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান অভিযোগ করেন, 'শুক্রবারজুমার নামাজের আগে তারা শরিকল বাজারে প্রচারণায় গেলে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের সমর্থকরা হামলা চালায়। এসময় তাদের লিফলেট ছিনিয়ে নেয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।'
তিনি আরো বলেন, 'এ নিয়ে গৌরনদী মডেল থানায় অভিযোগ করতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে রির্টার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।'
তবে এ বিষয়ে জহির উদ্দিন স্বপনের সাথে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, 'দুই পক্ষে মধ্যে হাতাহাতির খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
টিজে/টিকে