লামিন ইয়ামালের পর এবার আরও এক কিশোরকে সিনিয়র দলে যুক্ত করলো বার্সেলোনা। ১৫ বছর বয়সী বিস্ময় বালক ইব্রিমা টুনকারার সঙ্গে শুক্রবার (২৩ জানুয়ারি) চুক্তি সেরেছে ক্লাবটি।
আরেক ইয়ামাল পেতে যাচ্ছে বার্সেলোনা।
সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফুটবলের দলবদল বিষয়ক নির্ভযোগ্য সূত্র ও ইতালিয়ান সংবাদিক ফ্র্যাবিজিও রোমানো জানান, নতুন রত্নের আগমণ ঘটছে। তবে চুক্তির মেয়াদ ও অর্থের বিষয়ে কিছু জানা যায়নি। এ মিডফিল্ডারের চুক্তি কার্যকর হবে আগামী মার্চে, ১৬ বছরে পা রাখার পর।
স্পেনের ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, লা মাসিয়ায় দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সিনিয়র দলে সুযোগ পেয়েছে টুনকারা। বয়সভিত্তিক স্বাভাবিক ধাপ পেরোনোর আগেই গত গ্রীষ্মে তাকে তুলে নেয়া হয় পল প্লানাসের অধীনে যুবা ‘এ’ (হুভেনিল এ) দলে।
শারীরিক শক্তি ও কারিগরি দক্ষতার অনন্য সমন্বয়ে অল্প সময়েই নজর কেড়েছে টুনকারা। ইউরোপের একাধিক বড় ক্লাব তাকে দলে টানার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিজেদের প্রতিভাকে ধরে রাখতে সক্ষম হয়েছে বার্সেলোনা।
পেদ্রো ভিয়ার ও ওরিয়ান গোরেনের মতো প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যেও টুনকারার উন্নতি নিয়ে সন্তুষ্ট ক্লাব কর্তৃপক্ষ। তবে প্রথম দলে সুযোগ পাওয়ার বিষয়ে তাকে ধৈর্য ধরতে বলা হয়েছে।
বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনায় টুনকারার নাম যে গুরুত্বের সঙ্গেই বিবেচিত হচ্ছে, এই চুক্তি তারই স্পষ্ট ইঙ্গিত। প্রতিভা এবং সামর্থ্যের জানান দিতে পারলে এ কিশোর বার্সার জন্য আরেক ইয়ামাল হয়ে উঠতে পারে।
আরআই/টিকে