দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। আবারও রহস্যের পথে পা বাড়াতে চলেছে জনপ্রিয় গোয়েন্দা সোনাদা। ‘গুপ্তধন’ ধারাবাহিকের নতুন ছবি ‘সপ্তডিঙার গুপ্তধন’ নিয়ে ফের বড়পর্দায় ফিরছেন আবির চট্টোপাধ্যায়। পলাশপ্রিয়ার আরাধনার শুভলগ্নেই সেরে ফেলা হয়েছে ছবির শুভ মহরৎ, আর সেখান থেকেই শুরু হয়ে গিয়েছে দর্শকদের কৌতূহল।
রহস্যপ্রিয় দর্শকদের মনে প্রশ্ন ছিল, নতুন অভিযানে কি বদলে যাবে পরিচিত চরিত্রেরা। সেই জল্পনায় আপাতত ইতি টানছে ছবির সূত্র। সোনাদার সঙ্গে এবারও রহস্য সমাধানে দেখা যাবে ঝিনুক ও আবিরকে। আগের মতোই ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী ফিরছেন নিজেদের চেনা চরিত্রে। পুরনো বন্ধুত্ব, বিশ্বাস আর অ্যাডভেঞ্চারের রসায়ন বজায় থাকছে নতুন ছবিতেও।
তবে শুধু পরিচিত মুখেই থেমে থাকছে না ‘সপ্তডিঙার গুপ্তধন’। এই পর্বে যোগ দিচ্ছেন একাধিক নতুন অভিনেতা। তাঁদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর চরিত্র ঘিরে নির্মাতারা আপাতত মুখে কুলুপ এঁটেছেন, তবে গল্পে যে বড়সড় চমক অপেক্ষা করছে, তার ইঙ্গিত মিলছে স্পষ্টভাবেই।
জানা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং। মুক্তির লক্ষ্য গরমের ছুটি, যাতে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে বড়পর্দায় দেখা যায় সোনাদার নতুন অভিযান। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, ফলে রহস্যের আবহে সুরের জাদুও যে বাড়তি আকর্ষণ হবে, তা বলাই বাহুল্য।
এর পাশাপাশি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সোনাদার ব্যক্তিগত জীবনও। আগের ছবির শেষে যে সীমন্তিনীর শুধু হাতটুকু দেখা গিয়েছিল, এবার কি তাঁর মুখোমুখি দেখা মিলবে? সোনাদা ও সীমন্তিনীর সম্পর্ক ঠিক কোন পথে এগোয়, তা জানতে মুখিয়ে রয়েছেন অনেকে। একই সঙ্গে আবির ও ঝিনুকের প্রেমকাহিনি শেষমেশ ছাঁদনাতলায় পৌঁছল কি না, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে দর্শকমহলে।
রহস্য, রোমাঞ্চ, বন্ধুত্ব আর আবেগের মেলবন্ধনে ‘সপ্তডিঙার গুপ্তধন’ যে আবারও আট থেকে আশি সকলকে প্রেক্ষাগৃহে টানবে, সে বিষয়ে আশাবাদী নির্মাতারা।
পিআর/টিকে