টলিউডের ইতিহাসে যার নাম আজও এক রহস্য, যার অভিনয় যেমন মুগ্ধ করেছিল দর্শককে, তেমনই প্রশ্নের জন্ম দিয়েছিল তার অকালমৃত্যু সেই মহুয়া রায়চৌধুরীর জীবন এবার উঠে আসতে চলেছে বড়পর্দায়। তার বায়োপিক নিয়ে আলোচনা নতুন নয়। তবে নামভূমিকা কে করবেন, সেই প্রশ্ন ঘিরেই এবার নতুন করে জল্পনা তুঙ্গে।
দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, মহুয়া রায়চৌধুরীর চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিককে। টেলিভিশনের ‘জগদ্ধাত্রী’ হিসেবেই যাঁকে দর্শক সবচেয়ে বেশি চেনেন। কিন্তু সম্প্রতি অন্য এক অভিনেত্রীর নাম সামনে আসতেই তৈরি হয়েছে ধোঁয়াশা। সেই নাম দিব্যাণী মণ্ডল। ছোটপর্দার ‘ফুলকি’ হিসেবে যিনি অল্প সময়েই দর্শকের মন জয় করেছেন।
দিব্যাণীর নাম উঠে আসার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাহলে কি অঙ্কিতা বাদ পড়ছেন? নাকি নির্মাতারা শেষ মুহূর্তে বদলে ফেলছেন সিদ্ধান্ত? তবে ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, বিষয়টি আসলে একেবারেই ভিন্ন। এই ছবিতে থাকছেন দুই অভিনেত্রীই। দিব্যাণী ফুটিয়ে তুলবেন মহুয়া রায়চৌধুরীর শৈশব ও কৈশোরের অধ্যায়। অন্যদিকে প্রাপ্তবয়স্ক মহুয়ার চরিত্রে দেখা যাবে অঙ্কিতা মল্লিককে।
রানা সরকার প্রযোজিত এই ছবির নাম ‘গুন গুন করে মহুয়া’। ছবির মধ্য দিয়ে একাধিক নতুন সংযোজনও হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই ছবির হাত ধরেই প্রথমবার প্লেব্যাকের সুযোগ পাচ্ছেন দেবলীনা নন্দী। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর তাঁর জীবনে এ যেন আর এক নতুন অধ্যায়। ছবিতে মহুয়া রায়চৌধুরীর জনপ্রিয় ছবির গান শোনা যাবে দেবলিনার কণ্ঠে।
সব মিলিয়ে মহুয়া রায়চৌধুরীর জীবনের আলো-আধারি অধ্যায়, তাঁর অভিনয়জীবনের উত্থান আর রহস্যে মোড়া শেষ পর্ব সবকিছুই তুলে ধরার প্রস্তুতি চলছে। নামভূমিকা নিয়ে বিভ্রান্তি থাকলেও, দুই প্রজন্মের অভিনেত্রীর অভিনয়ে মহুয়ার জীবন যে আরও গভীরতা পাবে, তা বলাই যায়।
পিআর/টিকে