আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচের আগে ধর্মীয় প্রার্থনার অংশ হিসেবে গুয়াহাটির কামরূপ কামাখ্যা মন্দিরে প্রার্থনা করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।
আজ রবিবার গুয়াহাটিতে পৌঁছে তিনি কামাখ্যা দেবীর দর্শন ও পূজা করেন। একই দিনে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ।
গুরুত্বপূর্ণ ম্যাচ ও সিরিজের আগে ধর্মীয় স্থানে গিয়ে আশীর্বাদ নেওয়াকে নিজের নিয়মিত অভ্যাস হিসেবেই দেখছেন গম্ভীর।
এর আগেও তিনি ১৬ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের নির্ধারণী ম্যাচের আগে উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন। যদিও সেই ম্যাচে ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ হাতছাড়া করে।
বর্তমানে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত দল সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে মেন ইন ব্লু।
আরআই/টিকে