সঙ্গীত জগতে বহু দশক ধরে নিজের কণ্ঠের জাদু ছড়িয়ে আসা গায়ক কুমার শানু সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুলেছেন। ২১ জানুয়ারি আদালত তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে দায়ের করা ৫০ কোটি টাকার মানহানির মামলার রায় দিয়েছে। মামলার বিষয় ছিল, রীতা ভট্টাচার্য গায়কের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে অভিযোগ এনেছিলেন, যা কুমার শানু মনে করেন তাঁর ভাবমূর্তি ও সম্মানকে ক্ষতিগ্রস্ত করেছে।
কুমার শানু জানিয়েছেন, বহু বছর ধরে সম্মানের সঙ্গে কাজ করেছেন এবং নিজের পেশাগত ও পারিবারিক সম্মান রক্ষা করতে চান। তিনি বলেন, “আমার বিরুদ্ধে এমন মন্তব্য হলে তা আমার পরিবারকেও প্রভাবিত করে। আমি চাই না, এমন কিছু হোক।” আদালতের নির্দেশ অনুযায়ী রীতা কুমার শানুর বিরুদ্ধে কোনও কুমন্তব্য করতে পারবেন না।
গায়কের আইনজীবী আদালতে উল্লেখ করেন, রীতার মন্তব্যের কারণে কুমার শানু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এই মামলার রায়ে গায়ক কেবল নিজের ভাবমূর্তির নিরাপত্তা নিশ্চিতই করেননি, বরং পরিপূর্ণভাবে প্রাক্তন স্ত্রীর অনাকাঙ্ক্ষিত মন্তব্য বন্ধের সুযোগও পেয়েছেন।
পিআর/টিকে