টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নানামুখী নাটকীয়তা চলছে। বাংলাদেশ বাদ পড়লে পাকিস্তানও বয়কট করতে পারে ঘোষণা দিয়েছিল। যদিও এটি ভারতের সঙ্গে রাজনৈতিক বিরোধের ফায়দা তুলতে কোনো কৌশল কি না তা সেই প্রশ্ন রয়েছে। এদিকে, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। চলমান এই প্রতিযোগিতার সুপার সিক্সে মুখোমুখি ম্যাচ পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বে টানা তৃতীয় ম্যাচে জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। ফলে তারা গ্রুপ ‘বি’র পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দুইয়ে রয়েছে পাকিস্তান। ফলে সুপার সিক্স পর্বে আগামী ১ ফেব্রুয়ারি বুলাওয়েতে মুখোমুখি হতে যাচ্ছে এক ও তিনে থাকা ভারত-পাকিস্তান। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী– প্রতিটি গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা তিনটি দল নিজেদের গ্রুপের অন্য সুপার সিক্স দলগুলোর বিপক্ষে অর্জিত পয়েন্ট সঙ্গে নিয়ে যায়।
সেরা ৬ দলের লড়াইয়ে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে নিজেদের অবস্থানের চেয়ে ভিন্ন অবস্থানে থাকা দলের বিপক্ষে লড়বে সুপার সিক্সে। উদাহরণস্বরূপ, গ্রুপ ‘এ’র শীর্ষ দল খেলবে গ্রুপ ‘ডি’র দ্বিতীয় ও তৃতীয় দলের বিপক্ষে, তবে ‘ডি’ গ্রুপের শীর্ষ দলের সঙ্গে এই পর্বে তাদের দেখা হবে না। গ্রুপ ‘এ’ এবং ‘ডি’ সুপার সিক্সের একটি গ্রুপে এবং গ্রুপ ‘বি’ ও ‘সি’ রয়েছে সুপার সিক্সের আরেকটি গ্রুপে।
ভারত ‘বি’ গ্রুপের গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছিল, আর পাকিস্তান ‘সি’ গ্রুপের দুইয়ে থেকে সুপার সিক্সে পা রাখে। ওই গ্রুপে ইংল্যান্ড ছিল শীর্ষে। সুপার সিক্সে ভারতের অন্য প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২৭ জানুয়ারি বুলাওয়েতে এই দুই দল লড়বে। একইদিন পাকিস্তান হারারেতে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সুপার সিক্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৬ জানুয়ারি ইংল্যান্ড এবং ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। গ্রুপপর্বে কোনো জয় না পাওয়ার ব্যাকফুটে আছে আজিজুল হাকিম তামিমের দল। এক ম্যাচ হারের পর পরবর্তী খেলা বৃষ্টিতে পরিত্যাক্ত হয়।
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান গত বছরের ২১ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তানি যুবারা ১৯১ রানের ব্যবধানে বড় জয় পায়। সেদিন আরাফাত মিনহাসের ১৭২ রানের দুর্দান্ত ইনিংসে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে ভারত মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায়, যেখানে মিডিয়াম পেসার আলি রাজা ৪ উইকেট শিকার করেন।
এসকে/এস এন