কয়েক বছর সিনেমার খবরে নেই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছিলেন না ব্যক্তিগত খবরেও। গত বছরের শেষভাগে প্রেম ও গোপন বিয়ের খবরে আলোচনায় ছিলেন তিনি। প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই আরেক ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে।
এর মধ্যে নায়িকার কল রেকর্ড ফাঁস হয়। তবে ববির দাবি, কেউ ষড়যন্ত্র করে তার কল রেকর্ড ফাঁস করেছে।
সিনেমার খবর না থাকলেও ববি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন। কিছু না লিখলেও নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন ঢাকাই ছবির এই নায়িকা।
এবার একটি বোল্ড লুকের ভিডিও প্রকাশ করেছেন ববি। সাগরপাড়ে ধারণ করা এ ভিডিওতে ববি পোজ দিয়েছেন বেশ সাহসী লুকে। গতকাল তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারী ববির এই ভিডিওতে নানা রকম মন্তব্য করেছেন।
অনেকে সমালোচনা করলেও কেউ কেউ মুগ্ধতাও প্রকাশ করেছেন।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি।২০১০ সালে খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রের একজন হিসেবে মেলে ধরতে সক্ষম হন তিনি।
পিএ/টিএ