অসহায় ও নিপীড়িত মানুষের সেবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ও প্রতিকূলতার মধ্যেও বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো মানুষের পাশ থেকে সরে দাঁড়ায়নি।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিভি গেট এলাকায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে সামাজিক ও সেবামূলক কাজে পুলিশি বাধা থাকলেও বিএনপি সবসময় করোনা, বন্যা ও শীতের প্রকোপে দুস্থদের পাশে দাঁড়িয়েছে। বড় বড় কথা বা ফাঁকা বক্তৃতা নয়, বরং মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই জাতীয়তাবাদী শক্তির বৈশিষ্ট্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো ও ভিডিও ভাইরাল করার রাজনীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিএনপি কখনোই কারো চরিত্র হনন বা বিষোদ্গারে বিশ্বাস করে না। জনগণ জানে কারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।
রিজভী উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণায় তারেক রহমান আচরণবিধি মেনেই জনগণের কাছে বাস্তবভিত্তিক প্রতিশ্রুতি দিচ্ছেন। ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে তিনি নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন।
চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান ও শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কাজের প্রশংসাও করেন তিনি।
অনুষ্ঠানে ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর/টিএ