দুই দশকের অপেক্ষা শেষে ভারতে আসছে লিংকিন পার্ক

দুই দশকের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে জনপ্রিয় রক ব্যান্ড লিংকিন পার্ক। দীর্ঘ সময় ধরে ভারতীয় ভক্তদের প্রত্যাশার কেন্দ্রে থাকা এই ব্যান্ডটি প্রথমবারের মতো ভারতে কনসার্ট করতে আসছে আগামী জানুয়ারিতে। ২০২৬ সালের জানুয়ারিতে দুটি বড় পরিবেশনার মাধ্যমে দেশটিতে আত্মপ্রকাশ করবে তারা, যা দক্ষিণ এশিয়ার সংগীত অঙ্গনে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২৩ জানুয়ারি বেঙ্গালুরুতে একক কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে এই সফর। এরপর ২৫ জানুয়ারি মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে অনুষ্ঠিতব্য লোল্লাপালুজা ইন্ডিয়া উৎসবে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবে লিংকিন পার্ক। তরুণ প্রজন্মের সংগীতচর্চা ও বিকল্প রক সংস্কৃতিতে ব্যান্ডটির প্রভাব ভারতের জন্য দীর্ঘদিনের বাস্তবতা, ফলে এই পরিবেশনাগুলো ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

২০১৭ সালে প্রধান ভোকাল চেস্টার বেনিংটনের মৃত্যুর পর ব্যান্ডটি দীর্ঘ বিরতিতে চলে যায়। সেই ঘটনায় বিশ্ব সংগীতজগতে নেমে আসে শোকের ছায়া। চেস্টারের কণ্ঠ ও আবেগঘন গায়নই লিংকিন পার্কের সংগীত পরিচয়ের অন্যতম ভিত্তি ছিল। পরবর্তীতে নতুন ভোকাল এমিলি আর্মস্ট্রং এবং ড্রামার কলিন ব্রিটেনকে নিয়ে ব্যান্ডটি আবারও মঞ্চে ফেরে। আগের সদস্য মাইক শিনোডা, জো হান ও ডেভ ফ্যারেল এই নতুন যাত্রায় সক্রিয় রয়েছেন।

বর্তমানে ব্যান্ডটি তাদের ‘ফ্রম জিরো’ বিশ্ব সফরের অংশ হিসেবে পুরোনো জনপ্রিয় গান ও নতুন সৃষ্টির সমন্বয়ে পরিবেশনা করছে। ভারতীয় শ্রোতাদের জন্য এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ব্যান্ডটির গান দীর্ঘদিন ধরেই এখানকার তরুণ সমাজে আবেগ ও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে।

এক সাক্ষাৎকারে ব্যান্ড সদস্য ডেভ ফ্যারেল জানান, প্রায় দুই দশক ধরেই ভারতে আসার বিষয়টি তাদের ভাবনায় ছিল। শক্তিশালী ও নিবেদিত ভক্তগোষ্ঠীর বিষয়টি তারা বরাবরই জানতেন। দীর্ঘ পরিকল্পনা ও লজিস্টিক মূল্যায়নের পর অবশেষে এই সফর বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে জানান তিনি। মাইক শিনোডাও ভারতের শ্রোতাদের উচ্ছ্বাসের প্রশংসা করে বলেন, এই কনসার্টগুলো ব্যান্ডের জন্য আবেগের জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিভিন্ন চলচ্চিত্রে ব্যান্ডটির গান ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়েছে। সব মিলিয়ে, লিংকিন পার্কের ভারত সফর ২০২৬ সালের অন্যতম আলোচিত সংগীত ঘটনা হয়ে উঠতে যাচ্ছে বলে মনে করছেন সংগীতবিশ্লেষকেরা।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া শক্তি: সালাহউদ্দিন আহমেদ Jan 26, 2026
img
পদ্মভূষণ সম্মানের তালিকায় বলিউডের আর কোন শিল্পীরা? Jan 26, 2026
img
প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম রিমান্ডে Jan 26, 2026
img
আমি প্রেম করছি : বাঁধন Jan 26, 2026
img
পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়ে আবেগে আপ্লুত মাধবন Jan 26, 2026
img
রায়ে আমরা অসন্তুষ্ট: চিফ প্রসিকিউটর Jan 26, 2026
img
সংশোধিত ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ অধ্যাদেশ জারি Jan 26, 2026
img
ফিলিপাইনে ফেরিডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ১৮ Jan 26, 2026
img
যারা ভোট দিতে চেয়েছে তাদের জেলে দিতো আওয়ামী লীগ: মির্জা ফখরুল Jan 26, 2026
img
প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে দায় তাদেরই: ইসি সচিব Jan 26, 2026
img
নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত : মির্জা ফখরুল Jan 26, 2026
img
ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্ম সম্মান ঘোষণায় হেমার বার্তা Jan 26, 2026
img
প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর আপিলের শুনানি বুধবার Jan 26, 2026
img
৩ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি Jan 26, 2026
img

জিও নিউজ- এর প্রতিবেদন

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার Jan 26, 2026
img
দায়িত্বে অবহেলার অভিযোগে ১ পুলিশ সদস্যকে কান ধরালো বিক্ষুব্ধ জনতা Jan 26, 2026
img
বিক্ষোভের উসকানিদাতাদের কোনো ছাড় নয় : ইরানের প্রধান বিচারপতি Jan 26, 2026
img
‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়! কোন চরিত্রে দেখা যাবে তাকে? Jan 26, 2026
img
৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র Jan 26, 2026
img
চানখাঁরপুলে হত্যার ঘটনায় হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড Jan 26, 2026