বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলটির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, ‘বিএনপি চারবার রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্র কিভাবে চালাতে হবে বিএনপির অভিজ্ঞতা রয়েছে। কিন্তু দেশে একটি দল আছে, যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে তাদের কী অভিজ্ঞতা আছে আমি জানতে চাই। অভিজ্ঞতা ছাড়া তো এখন চাকরিও হয় না, দেশ চালানোর দায়িত্ব দেব কিভাবে?’
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম পৌরসভায় জেলে পাড়া মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, ‘১৯৭১ সালে এই দলটি দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাদের সহায়তায় পাকবাহিনী এ দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছিল। তারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি। আজ তারা আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদের ভোট দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এদেশের জনগণ ভোট দিতে পারেনি। মানুষের ভোটাধিকারের লড়াইয়ের কারণে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালিয়েছিল হাসিনা। হাসিনা তাকে এক কাপড়ে বাসা থেকে বের করে দিয়েছিল।
বুলডোজার দিয়ে তার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। মিথ্যা মামলায় দিনের পর দিন তাকে জেলে রাখা হয়েছিল, চিকিৎসা নিতে দেয়নি। তিনি জীবন দিয়েছেন, তবু আপস করেননি।’
বিএনপির এই প্রার্থী আরো বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দেশে আর কোনো বৈষম্য থাকবে না। বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’
লাকসাম উপজেলা বিএনপির সহসভাপতি ডা. নুরুল্লাহ রায়হানের সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এসএস/এসএন