নিজে চমৎকার একটি গোল তো করেছেনই, সঙ্গে সতীর্থের একটি গোলে রেখেছেন অবদান। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এস্তেভাওর দুর্দান্ত পারফরম্যান্স মনে ধরেছে লিয়াম রোসেনিয়ারের। ব্রাজিলিয়ান তরুণকে বিশেষ এক প্রতিভা বলেছেন চেলসি কোচ।
৩৪তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন ১৮ বছর বয়সী এস্তেভাও। নিজেদের অর্ধ থেকে দৌড়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের ব্যাক পাস দখলে নিয়ে বক্সের দিকে এগোতে থাকেন তিনি। তার সামনে ছিলেন কেবল প্যালেসের গোলরক্ষক। তাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দলকে উল্লাসে মাতেন এই রাইট উইঙ্গার।
দ্বিতীয়ার্ধের শুরুতে জোয়াও পেদ্রোর গোলে অ্যাসিস্ট করেন এস্তেভাও। তার পাস ধরেই বক্সে ঢুকে চেলসিকে ২-০ গোলে এগিয়ে নেন পেদ্রো।
পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান এনসো ফের্নান্দেস। পরে কেবল একটি গোল শোধ করতে পারে প্যালসে। ম্যাচ শেষে এস্তেভাওকে স্তুতির জোয়ারে ভাসান চেলসির নতুন কোচ রোসেনিয়ার।
“বিশেষ সামর্থ্য ও প্রতিভার একজন খেলোয়াড় সে। যেটা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হলো, প্রতিপক্ষের সবাই বলের পেছনে ছিল। এই কারণে সে জায়গা পেয়েছে…আমার মনে হয়, ঘরের বাইরে এটা আমাদের উঁচুমানের পারফরম্যান্স ছিল।”
প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচ শেষে ১০ জয় ও ৭ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি।