দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা তার একটি পোস্টার নিয়ে বেশ শোরগোল পড়ে যায়; যেখানে লেখা, ‘পৃথিবীটা ভালো লোকেদের নয়’।
সাম্প্রতিক সময়ে টালিউডের অন্দরে বেশ ঝামেলার মাঝেই আছেন অভিনেতা। তারই ক্ষোভ প্রকাশ কি না, এমন জল্পনার মাঝে অনির্বাণের একটি পোস্ট বিষয়টি স্পষ্ট করল।
মূলত এটি ছিল তার গানের দল ‘হুলিগানইজম’-এর নতুন একটি গানের প্রচারের অংশ। সোমবার (২৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘হুলিগানইজম’-এর নতুন গানের মিউজিক ভিডিও।
‘পৃথিবীটা ভালো লোকেদের নয়’ শিরোনামের এই গানটি ডিসেম্বরে বর্ধমান ও কলকাতায় চিত্রায়িত হয়েছে। সমসাময়িক পরিস্থিতি মাথায় রেখে গানটি মুক্তি দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নে অনির্বাণ জানান, এটি আগে থেকেই পরিকল্পিত ছিল।
অভিনেতা বলেন, যাদের ক্ষমতা বা টাকা আছে, তারাই এই পৃথিবীতে শক্তিশালী। আর যাদের নেই, তারা কেবল বোকাই বনে যাচ্ছেন। এই অবস্থা যখন গানটি লিখেছিলাম তখনও ছিল, এখনও আছে। সহজ কথায়, টাকার জালে ফেঁসে গিয়ে বোকা বনে যাওয়া জীবনেরই এক জীবনসংগীত এটি।
সম্প্রতি অভিনেতা দেব ও শুভশ্রী জুটির প্রজেক্টে অনির্বাণ থাকছেন কি না, তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল। ঠিক সেই মুহূর্তেই এই পোস্ট আসায় নানা জল্পনা ছড়ায়। তবে অনির্বাণ একে স্রেফ ‘কাকতালীয়’ হিসেবে দাবি করেছেন। তিনি জানান, তাদের ডিজিটাল টিম আগে থেকেই প্রচারের জন্য দিনটি নির্ধারণ করেছিল, যার সাথে গুঞ্জনের কোনো সম্পর্ক নেই।
কেএন/টিকে