বলিউডের 'জগু দাদা' বা সবার প্রিয় 'ভিড়ু' জ্যাকি শ্রফ বরাবরই তাঁর বিন্দাস মেজাজ ও স্টাইলের জন্য পরিচিত। জীবনের কঠিন পরিস্থিতিতেও কীভাবে কুল থাকতে হয়, এবার সেই গোপন সূত্রই ফাঁস করলেন তিনি।
তাঁর মতে, দুশ্চিন্তা করে লাভ নেই, বরং কাজ করে যাওয়াই আসল।
জ্যাকি শ্রফ বলেন, "লাইফে টেনশন নেওয়ার কিছু নেই, ভিড়ু। যা হবে, দেখা যাবে। সৎ পথে কাজ করো। বাকিটা উপরওয়ালার হাতে।"
আধুনিক জীবনের ইঁদুর দৌড়ে যখন সবাই ক্লান্ত, তখন জ্যাকি শ্রফের এই সহজ-সরল দর্শন-সৎ থাকা এবং ফলাফলের চিন্তা না করে উপরওয়ালার ওপর ভরসা রাখা—মানুষকে নতুন করে বাঁচার অক্সিজেন জোগায়।
কেএন/টিকে