বলিউডে ‘জাওয়ান’ ছবির বিপুল সাফল্যের পর নির্মাতা আতলির নাম এখন আলোচনার শীর্ষে। শাহরুখ খানের সঙ্গে এই ছবির মাধ্যমে ব্লকবাস্টার উপহার দেওয়ার পর থেকেই জাওয়ান টু’ এবং ‘ডন থ্রি’ নিয়ে নানা জল্পনা ছড়ায় বলিপাড়ায়। অবশেষে এসব গুঞ্জন নিয়ে মুখ খুললেন আতলি নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জওয়ান টু’ প্রসঙ্গে আতলি জানান, শাহরুখ খানের সঙ্গে ভবিষ্যতে আবারও কাজ করার ইচ্ছা তাঁর রয়েছে। তবে আপাতত ‘জওয়ান’-এর সিক্যুয়েল নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। তাঁর মতে, গল্প ও সময় যখন স্বাভাবিকভাবে উপযুক্ত মনে হবে, তখনই সেই ছবি নিয়ে ভাবা হবে। কয়েক বছর পর ‘জওয়ান টু’ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
এদিকে ‘ডন থ্রি’ পরিচালনা নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছিল, তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আতলি। তিনি জানান, এই ধরনের খবর তিনিও শুনেছেন, তবে এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিষয়টি সম্পূর্ণই গুজব বলে স্পষ্ট করে দেন তিনি।
এই মুহূর্তে আতলির পুরো মনোযোগ তাঁর আসন্ন বড় প্রকল্পের দিকে। ‘এএ টুয়েন্টি টু এক্স এ সিক্স’ শিরোনামের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুরকে। বড় বাজেটের এই অ্যাকশনধর্মী ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শক ও ইন্ডাস্ট্রির আগ্রহ তুঙ্গে।
সব মিলিয়ে, ‘জওয়ান’-এর সাফল্যের পর আতলি এখন ভবিষ্যৎ পরিকল্পনায় সতর্ক ও পরিমিত সিদ্ধান্ত নিচ্ছেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এমকে/টিএ