‘গোমূত্র গবেষক’ পাচ্ছেন পদ্মশ্রী সম্মান!

পদ্মশ্রী সম্মান ঘোষণার পরই নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন ভারতের আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটি। শিক্ষাবিদ ও গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য তাকে পদ্মশ্রী দেয়ার সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছে কেরালা কংগ্রেস। পাল্টা জবাব দিতে নেমেছেন জোহো করপোরেশনের প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু, যেখান থেকে শুরু তীব্র তর্ক-বিতর্ক।

২০২২ সাল থেকে আইআইটি মাদ্রাজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ভি কামাকোটি। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর তিনি বলেন, এই স্বীকৃতি তার কাছে ‘ব্যক্তিগত নয়, সমষ্টিগত অর্জন’। পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে আরও বেশি কাজ করার বার্তাও দেন তিনি।
 
কিন্তু এই সম্মান ঘোষণার পরই কেরালা কংগ্রেসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ব্যঙ্গাত্মক পোস্ট করা হয়। সেখানে কামাকোটির আগের এক মন্তব্যের প্রসঙ্গ টেনে ‘গোমূত্র গবেষণা’-কে বিশ্বদরবারে তুলে ধরার জন্য অভিনন্দন জানানো হয়। কারণ গত বছর ভি কামাকোটি দাবি করেছিলেন, গোমূত্রে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে এবং তা আইবিএস-সহ কিছু রোগে উপকারী হতে পারে। সেই মন্তব্য ঘিরে তখন ভারতজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল।
 
কেরালা কংগ্রেসের কটাক্ষের পাল্টা জবাবে শ্রীধর ভেম্বু লেখেন, ভি কামাকোটি ‘ডিপ টেক’-এর গবেষক, মাইক্রোপ্রসেসর ডিজাইনের মতো ক্ষেত্রে কাজ করেছেন এবং দেশের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। তার মতে, এই সম্মান তার পুরোপুরি প্রাপ্য। ভেম্বু আরও দাবি করেন, গোমূত্র ও গোবরের মাইক্রোবায়োম নিয়ে বৈজ্ঞানিক গবেষণার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং একে শুধুমাত্র ‘ঔপনিবেশিক মানসিকতা’ থেকে অস্বীকার করা ঠিক নয়। 
 
এরপরই বিতর্ক আরও তীব্র হয়। কেরালা কংগ্রেস পাল্টা প্রশ্ন তোলে যে, শুধু গরুর গোবর ও গোমূত্র নিয়েই কেন গবেষণা? অন্য প্রাণীর ক্ষেত্রে কেন নয়? তারা মধ্যপ্রদেশে পঞ্চগব্য নিয়ে হওয়া একটি সরকারি অর্থপোষিত গবেষণার উদাহরণ টেনে আর্থিক অনিয়মের অভিযোগও তোলে।
 
সবশেষে কেরালা কংগ্রেস সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় শ্রীধর ভেম্বুর দিকে। তাদের বক্তব্য, যদি গোমূত্রের এত উপকারিতা সত্যিই থাকে, তবে একজন বিলিয়নিয়ার হিসেবে ভেম্বু নিজেই কেন সেই গবেষণায় বিনিয়োগ করছেন না? ক্যানসারের মতো রোগ সারাতে যদি তা কার্যকর প্রমাণিত হয়, তবে সেটাই হবে বিশ্বের কাছে ভারতের অন্যতম বড় অবদান।
 
এদিকে এমন বিতর্কে শিক্ষা, বিজ্ঞান ও রাজনীতির সীমারেখা আবারও নতুন করে প্রশ্নের মুখে পড়ল। আর সেই সঙ্গে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা।
 
সূত্র: দ্য ওয়াল

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
একসঙ্গে পর্দায় ফিরছে বিজয় ও রাশমিকার কেমিস্ট্রি Jan 27, 2026
img
প্রেক্ষাগৃহে সালমান শাহর তিন সিনেমা Jan 27, 2026
img
উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় ছন্দার জমজ দুই মেয়ে Jan 27, 2026
img
৫২ বছর বয়সেও হৃতিকের ফিট থাকার রহস্য Jan 27, 2026
img
নীল রেইনকোটের অপেক্ষায় অর্পিতার হৃদয় Jan 27, 2026
img
আজ সারিকা সাবরিনের জন্মদিন Jan 27, 2026
img
অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে মধুমিতার প্রাক্তন! Jan 27, 2026
img
দুই দশক পর সংগীতাঙ্গনে ফিরছে হাবিব-কায়া জুটি Jan 27, 2026
img
বলিউডে নতুন হিসাব, আমিশা প্যাটেলের সরাসরি বার্তা Jan 27, 2026
img
ব্লকবাস্টারের সম্ভাবনা নিয়ে আসছে চিয়ান৬৩ Jan 27, 2026
img
আপনারা প্রমিজগুলো রাখবেন, জনগণ হিসেবে আমরা এটুকুই চাই: তৌসিফ মাহবুব Jan 27, 2026
img
কারাগারে ভোট দেবেন ইনু-মেননসহ ২২ সাবেক এমপি-মন্ত্রী Jan 27, 2026
img
স্কুলের বন্ধু ওরিকে আনফলো করলেন সারা আলি Jan 27, 2026
img
গানের জাদুকর 'প্রীতম হাসান' এর জন্মদিন আজ Jan 27, 2026
img
টলিউডে নতুন চরিত্রে হাজির হচ্ছেন স্বস্তিকা Jan 27, 2026
img
‘কমফোর্টের কথা ভেবেই মূলত সানগ্লাস পরা’ Jan 27, 2026
img
আত্মীয়-স্বজনরা ফোন করে বলছে তুই নাকি মৌসুমীকে বিয়ে করেছিস: হাসান জাহাঙ্গীর Jan 27, 2026
img
চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসের জন্মদিন আজ Jan 27, 2026
img
ছোট পর্দায় প্রথমবার একসঙ্গে প্রীতম ও মেহজাবীন Jan 27, 2026
img
ঈদে তৌসিফের সঙ্গে ছোট পর্দায় আসছেন তানজিন তিশা Jan 27, 2026