দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নিজের ক্যারিয়ার নিয়ে এবার স্পষ্ট অবস্থান জানালেন। আইটেম গানে অংশগ্রহণের বিষয়ে তিনি টেনে দিলেন পরিষ্কার সীমারেখা। সম্প্রতি একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, রাশমিকা ভবিষ্যতে শুধুমাত্র দুইজন নির্দিষ্ট পরিচালকের জন্য বিশেষ গানে পারফর্ম করবেন। যদিও ওই পরিচালকদের নাম এখনো প্রকাশ করেননি তিনি।
এর আগে ‘থম্মা’ ছবির একটি গানে রাশমিকার উপস্থিতি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তবে এরপর থেকেই দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে তাকে ঘিরে আইটেম গানের প্রস্তাব বাড়তে থাকে। টালিউডে তার নৃত্যনির্ভর গানের চাহিদা থাকলেও, এ ধরনের প্রস্তাবে এখন তিনি বেশ সংযত।
রাশমিকার এই সিদ্ধান্তে ইন্ডাস্ট্রির একটি অংশে হতাশা দেখা দিলেও, অনেকেই এটিকে তার ক্যারিয়ার সচেতনতার উদাহরণ হিসেবে দেখছেন।
সংশ্লিষ্টদের মতে, রাশমিকা এখন আর কেবল আলোচিত গান বা তাৎক্ষণিক জনপ্রিয়তার পেছনে ছুটতে চান না। বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নিজের অভিনয়, চরিত্রের গভীরতা ও বহুমুখিতাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। সামনে ‘মাইসা’, ‘রানাবলি’, ‘ককটেল টু’সহ একাধিক বড় বাজেটের সিনেমায় তাকে দেখা যাবে। পাশাপাশি বিজয় দেবরকোন্ডার চতুর্দশ চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।
সব মিলিয়ে রাশমিকা মান্দানা স্পষ্ট করে জানিয়ে দিলেন, তিনি এখন শুধু গানের তালে নাচছেন না, বরং নিজের শর্তেই নিজের পথ ঠিক করছেন।
ইউটি/টিএ