অপেক্ষার দিন শেষ! জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডার বহুল প্রতীক্ষিত ছবি ভি.ডি.১৪-এর অফিসিয়াল নাম প্রকাশিত হয়েছে ‘রানাবালি’। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে ছবির প্রথম ঝলক প্রকাশিত হলে দর্শকরা পেলেন বিজয়কে আগে কখনো দেখা যায়নি এমন একটি তীব্র বিদ্রোহী চরিত্রে। ছবিতে তিনি প্রাক-স্বাধীনতা যুগের ব্রিটিশ দমন নীতির বিরুদ্ধে সংগ্রামরত এক সাহসী বিপ্লবী হিসেবে আবির্ভূত হয়েছেন।
নির্মাতা রাহুল শঙ্কৃতিয়ান পরিচালিত এই ছবিটি একটি উচ্চ ভোল্টের ঐতিহাসিক অ্যাকশন নাটক হিসেবে দর্শকরা আশা করতে পারেন। ছবিতে বিজয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা, যিনি জয়সম্মা চরিত্রে নজর কাড়বেন। এছাড়া হলিউড অভিনেতা আর্নল্ড ভোসলোও রয়েছেন নিষ্ঠুর ব্রিটিশ কর্মকর্তা স্যার থিওডোর হেক্টরের চরিত্রে।
‘রানাবালি’র শক্তিশালী সংলাপ, অজয়–অতুলের তীব্র সঙ্গীত ও দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল দর্শককে এক অন্যরকম অভিজ্ঞতা দিতে প্রস্তুত। ইতোমধ্যেই ছবিটি প্যান-ইন্ডিয়া সিনেমা হিসেবে নতুন রূপে কল্পনার সীমা ছুঁয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এমকে/টিএ