১৭ বছর আগের সেই সকালগুলো আজও মনে পড়ে চঞ্চল চৌধুরীর। ২০০৯ সালে দেশের একটি গণমাধ্যমতে প্রচারিত হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘সাকিন সারিসুরি’, যার শুটিং হয়েছিল পুবাইলের চটের আগা গ্রামে। সেখানে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিলেন ‘জাপান ডাক্তার’ চরিত্রে, যেটি আজও ভক্তদের কাছে অমলিন।
শুটিংয়ের দিনগুলো ছিল একেকটি ছোট আনন্দের গল্প।
মেঠো পথে হেঁটে, আড্ডা দিয়ে, গল্প-কথায় কাটাতেন তারা সময়। সেই গ্রামের মাটিতেই আজও চঞ্চলের মনে জেগে ওঠে স্মৃতির ঝর্ণা।
সম্প্রতি ফেসবুকে তিনি শেয়ার করেছেন সেই অনুভূতি, যা ভক্তদের জন্য একনিঃশ্বাসে নস্টালজিয়া। চঞ্চল লিখেছেন, ‘এই সেই সাকিন সারিসুরি গ্রাম।
কত বছরের স্মৃতিবিজড়িত… কত মুহূর্তের সাক্ষী এই গ্রাম। বহুদিন পর গতকাল হঠাৎ করে বন্ধু মোশাররফের সাথে দেখা হয়ে গেল এই গ্রামের মেঠো পথে।’
এই গ্রামে তিনি গিয়েছিলেন নতুন নাটক ‘বিশ্বাস বনাম সরদার’-এর শুটিংয়ে, যা নির্মাণ করেছিলেন পরিচালক সকাল আহমেদ। সেই সময়ে হঠাৎ দেখা হয়ে যায় মোশাররফের সঙ্গে।
চঞ্চল জানান, দেখা হলে দুজন দুজনকে ‘মামা’ বলে জড়িয়ে ধরেন। কিছুক্ষণের কুশল বিনিময়ের পর সকাল আহমেদ বলেন, ‘আয়, একটা ছবি তুলে রাখি, স্মৃতিটা ধরে রাখি।’
চঞ্চল পোস্টে আরো লিখেছেন, ‘কত স্মৃতি এখানে। সাক্ষী ছিলেন কত মানুষ! লাভলু ভাই, বৃন্দাবন দা, খুশি, আ খ ম হাসান, রওনক, সাজু… এবং আরো কতজন। আবার কতজনকে তো হারিয়েছি চিরতরে।
আহারে জীবন! আহারে সাকিন সারিসুরি!’
‘সাকিন সারিসুরি’ শুধুই একটি নাটক নয়, এটি একটি সময়ের প্রমাণ, যেখানে মেঠো পথের গল্প, বন্ধুত্বের মুহূর্ত, হেসে খেলার ছন্দ-সব মিলিয়ে তৈরি করেছিল দর্শকের মনে এক অমলিন ছাপ।
এমআই/এসএন