টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী নতুন একটি প্রজেক্ট নিয়ে শিগগিরই দর্শকের সামনে হাজির হতে চলেছেন। স্বস্তিকা জানান, দীর্ঘদিন ধরে যে ধরনের চরিত্রে তাকে দেখা যায়নি, সেই নতুন রূপে এবার তিনি হাজির হচ্ছেন। অভিনেত্রী বলেন, “অভিনয় যদি ঠিক থাকে, তাহলে জনপ্রিয়তার অঙ্ক কষা বা অন্য কোনো সমীকরণের প্রয়োজন পড়ে না।”
নতুন প্রজেক্টটি তার অভিনয় জগতের একটি চ্যালেঞ্জ হতে চলেছে। স্বস্তিকা আরও উল্লেখ করেন, এই ধরনের চরিত্রে এতদিন কেউ তাকে ভাবেনি, এবং দর্শকরা হয়তো এখন বুঝতে শুরু করেছেন, তিনি শুধু কথার কথা বলেন না, বরং প্রতিটি চরিত্রে তার আত্মপ্রকাশ স্পষ্ট।
অভিনয় জগতে স্বস্তিকার এই নতুন কদম দর্শকদের জন্য কৌতূহল তৈরি করেছে। আশা করা যাচ্ছে, তার ভক্তরা নতুন চরিত্রে তার পারফরম্যান্সকে মুগ্ধতার সঙ্গে গ্রহণ করবেন।
এমআই/এসএন