ভোটারদের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমি চুরি করব না, আমার চ্যালা-চামুন্ডারাও চুরি করবে না। যেহেতু আমার কোনো হাইকমান্ড নেই, তাই হাইকমান্ডকেও কিছু দিতে হবে না। আমার জন্য যে বরাদ্দ আসবে, তার পুরোটা জনগণ পাবে। এখানে নয়-ছয় চলবে না।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে এক জনসমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি প্রতিপক্ষকে সতর্ক করে বলেন, ‘এই আসনে কেউ যেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা না করেন। মনে রাখতে হবে, এখানে বিদেশি পর্যবেক্ষক রয়েছেন। আজই আমার বাড়িতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক হয়েছে।’
১২ তারিখের ভোট পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কোনো দল যেন আগেভাগে মনে না করে তারাই সরকার গঠন করবে। অন্য দলও তো সরকার গঠন করতে পারে। তখন আপনাদের অবস্থা কী হবে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে থেকেই জানা থাকবে কোন দল সরকারে যাবে? ১২ তারিখের ভোট পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে।’
প্রতিপক্ষকে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কথাবার্তা সাবধানে বলবেন। একদিকে কথা বলবেন, আরেকদিকে ধরা খাবেন।’
স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি দলের এমপি যে বরাদ্দ পান, বিরোধী দলের এমপিও সেই বরাদ্দ পান। শুধু সংরক্ষিত নারী এমপিদের বরাদ্দ কম, যা দিয়ে প্রকৃত উন্নয়ন করা সম্ভব নয়। তাই আমি আর সংরক্ষিত এমপি হতে চাই না।’
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবী সৈয়দ হোসেন। বক্তব্য রাখেন মো. সোহেল মিয়া, মো. সামসুল আলম, আয়ুব খান ও মো. হোসেন মিয়া।
ইউটি/টিএ