বেশ কিছু দিন ধরেই ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টপাধ্যয়ের রাক্ষস সিনেমা নিয়ে বিনোদন প্রেমীদের মাঝে দেখা যাচ্ছে উৎসাহ। এবার এই উৎসাহে নতুন মাত্রা যোগ হলো। সিনেমা সংশ্লিষ্টদের খবর, সিয়ামের এই বহুল প্রতীক্ষিত ছবিতে অভিনয় করবেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত!
সঞ্জয় দত্তের উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত খুব বেশি কিছু জানা না গেলেও তার থাকার বিষয়টি নিয়ে খবর বেশ চাউর।
এর আগে, খবর বেরোয় ‘রাক্ষস’ সিনেমার শুটিং শ্রীলংকায় শুরু হয়েছে। সিনেমায় শাকিব খানের পর সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে টালিউড অভিনেত্রী ইধিকা পালকে। এ বিষয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, 'কী করে এ গুঞ্জন ছড়িয়েছে, জানি না। চিত্রনাট্য অনুযায়ী, ইধিকা মানানসই নন। মানালে ইধিকাকেই নিতাম'।
তার আগে, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছিলেন নিজেকে নতুন চ্যালেঞ্জ দেয়াই তার লক্ষ্য। নতুন বছরে নতুন কিছু চরিত্র, নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। সিয়াম বলেন, 'এবার নতুন চ্যালেঞ্জের পালা। নতুন বছরে আপনাদের জন্য আসছে আরও নতুন কিছু চরিত্র, আরও নতুন গল্প। আমি সিনেমায় অভিনয় করি দর্শকদের জন্যই, দর্শকের ভালো লাগা-মন্দ লাগাই আমার সবচেয়ে বড় অর্জন। নতুন বছরে এমন কিছু চরিত্র, এমন কিছু গল্পই হাতে নিয়েছি যেখানে রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে'।
এমআই/এসএন