ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং তাঁর আবেগঘন কণ্ঠ ও হৃদয়ছোঁয়া গানের জন্য দীর্ঘদিন ধরেই শ্রোতাদের ভালোবাসায় রয়েছেন। তবে জন্মদিনে ভক্তদের সামনে এক চমকপ্রদ ঘোষণা করলেন তিনি। ২৭ জানুয়ারি সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় অরিজিৎ জানান, তিনি আর গায়ক হিসেবে নিজেকে পরিচয় দিতে চান না।
অরিজিতের কথায়, গান থেকে তিনি সরে যাচ্ছেন না। সংগীত তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে। তবে কণ্ঠশিল্পী হিসেবে নয়, তিনি ভবিষ্যতে সংগীত নির্মাতা ও সৃষ্টিশীল মানুষ হিসেবেই কাজ চালিয়ে যেতে চান। তাঁর এই ঘোষণায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিস্ময় ও আবেগ, পাশাপাশি শুরু হয়েছে নানা আলোচনা।
সংগীতপ্রেমীদের একাংশ মনে করছেন, এটি হয়তো শিল্পীসত্তার নতুন এক অধ্যায়ের সূচনা। আবার অনেকেই বলছেন, অরিজিতের কণ্ঠ ছাড়া বলিউডের গান কল্পনাই করা যায় না। সব মিলিয়ে অরিজিৎ সিংয়ের এই ঘোষণা সংগীত জগতে নতুন প্রশ্ন আর কৌতূহলের জন্ম দিয়েছে।
এসএন