জাতীয় দল থেকে বাদ পড়ার আড়াই বছরের মাথায় সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন কেন রিচার্ডসন। মাত্র ৩৪ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিলেন অস্ট্রেলিয়ান এই পেসার।
বিগ ব্যাশের সদ্য সমাপ্ত সংস্করণে দল বদলে সিডনি সিক্সার্সের সঙ্গে এক বছরের চুক্তি করেছিলেন কেন রিচার্ডসন। তবে দুটির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি ৩৪ বছর বয়সী পেসার।
মেলবোর্ন স্টারসের বিপক্ষে গত ২৬ ডিসেম্বরের ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টের একদম প্রথম সংস্করণ থেকে খেলেছেন রিচার্ডসন। অ্যাডিলেইড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে ছিলেন লম্বা সময়। রেনেগেডসের হয়ে ২০১৮-১৯ মৌসুমে শিরোপাও জিতেছিলেন তিনি।
সব মিলিয়ে বিগ ব্যাশে ৭.৮৭ ইকোনমি রেট ও ২৩.২১ গড়ে ১৪২ উইকেট তার। টুর্নামেন্টের ইতিহাসে এটি পঞ্চম সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ার হয়ে ২৫ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলে ৮৪ উইকেট নিয়েছেন রিচার্ডসন। ২০২১ সালে অস্ট্রেলিয়ার শিরোপাজয়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন তিনি। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও খেলেছেন এই পেসার।
বিগ ব্যাশ ছাড়াও দেশের বাইরে আইপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট, দা হান্ড্রেড ও আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন রিচার্ডসন।
এমআই/এসএন