হাঁটুর অস্ত্রপচারের পর পুর্নবাসনে আছেন নেইমার। সান্তোসের ‘রাজপুত্র’ কবে মাঠে ফিরবেন সেটা এখনও নিশ্চিত নয়। ব্রাজিলের ক্লাবটির কোচ জুয়ান পাবলো ভজভোডা অবশ্য নেইমারকে নিয়ে ভালো খবর দিলেন। দলের প্রধার তারকার মাঠে ফেরা নিয়ে আশাব্যঞ্জক নতুন তথ্য দিলেন, জানালেন নেইমারের ফেরার সম্ভাব্য সময়।
‘ক্যাম্পেনোতা পাউলিস্তা’ দিয়ে সান্তোস ইতিমধ্যেই তাদের মৌসুম শুরু করেছে, যা ব্রাজিলের শীর্ষ ডিভিশন ব্রাজিলেইরাঁ-এর আগে অনুষ্ঠিত হয়। সান্তোস এবং ব্রাজিল জাতীয় দলের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেইমারের মাঠে ফেরার জন্য। কোরিনথিয়ান্সের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভজভোডা নেইমারের অগ্রগতি নিয়ে বলেন, ‘আমরা শিগগিরই তাকে পাবো। কয়েক সপ্তাহ বা কয়েক দিন-এরচেয়ে বেশি নয়। সে ভালোভাবে কাজ করছে। আমি তার সঙ্গে কথা বলেছি, সে খুব ক্লান্ত কারণ সে ডাবল সেশন করছে।’
আগামী ২১ দিনে ছয়টি ম্যাচ খেলতে যাচ্ছে সান্তোস, এরমধ্যে আছে লিগের ম্যাচও। দ্রুতই দলে ফিরে সান্তোসের জয়ে অবদান রাখতে মুখিয়ে আছে নেইমার, এমনটাই বলছেন ক্লাবটির কোচ, ‘আমাদের অল্প সময়ে অনেক ম্যাচ আছে, তবে যত দ্রুত সম্ভব প্রস্তুত হয়ে প্রিয় ক্লাবকে সাহায্য করতে খুবই প্রতিশ্রুতিবদ্ধ নেইমার।’
২২ ডিসেম্বর আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে মেনিস্কাস চোটের সমাধান করেছেন নেইমার। তাতে ২০২৬ সালের প্রাক মৌসুমের ম্যাচগুলো মিস করেন ৩৩ বছর বয়সী তারকা।
সান্তোসের কোচ ভজভোডা জানিয়েছেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তাঁর ব্যক্তিগত ফিজিও, রাফায়েল মার্তিনির তত্ত্বাবধানে ডাবল ট্রেনিং সেশন করছেন।
ব্রাজিলের স্পোর্টস আউটলেট গ্লোবো এস্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের আগামী ডার্বি ম্যাচে ফেরার সম্ভাবনা আছে নেইমারের। আগামী ৫ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে ম্যাচের জন্য ধীরে ধীরে ফিট হওয়ার লক্ষ্যে আছেন তিনি।
এমআই/এসএন