প্রেমের মাস শুরু হতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও টলিউডে এখনই প্রেমের রেশ। গত ২৩ জানুয়ারি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বহুদিনের বন্ধু দেবমাল্যর সঙ্গে নতুন জীবন শুরু করতেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বয়ে যায়। বিয়ের দিনে সাবেকি সাজে নজর কাড়ার পর বউভাতের সন্ধ্যায় আধুনিক লুকে ধরা দিয়েছিলেন নবদম্পতি। এবার প্রকাশ্যে এল বউভাতের দুপুরের আরও এক স্নিগ্ধ ও মার্জিত রূপ।
ঘরোয়া অথচ আভিজাত্যপূর্ণ পরিবেশে তোলা ছবিতে দেখা যায়, নববধূ মধুমিতার পরনে গাঢ় মেজেন্টা ও লাল রঙের রাজকীয় সিল্ক শাড়ি, যার ওপর সূক্ষ্ম সোনালি জরির কাজ। সাবেকি সোনার গয়না, কপালে সিঁদুরের ছোঁয়া আর খোলা চুলে তাঁকে লাগছিল অনন্য সুন্দর। নতুন বউয়ের মুখের প্রশান্তি আর উজ্জ্বল হাসিই যেন বলে দিচ্ছিল নতুন জীবনের সুখের কথা।
অন্যদিকে দেবমাল্য বেছে নিয়েছেন কারুকার্য করা কালো মখমলি পাঞ্জাবি ও সাদা ধুতি। দু’জনের পোশাকের কনট্রাস্টে সাবেকি ও আধুনিকতার এক নিখুঁত মেলবন্ধন তৈরি হয়েছে। জাঁকজমকের বদলে এই বউভাতের আয়োজন ছিল ঘরোয়া আভিজাত্যে ভরপুর। ইটের দেওয়াল আর রুচিশীল অন্দরসজ্জার পটভূমিতে প্রতিটি ছবি যেন যত্ন করে সাজানো এক একটি গল্প।
ছবিতে একাধিক মুহূর্তে দেখা যায়, নববধূর দিক থেকে চোখ সরাতে পারছেন না দেবমাল্য। সেই অনাবিল ভালোবাসার মুহূর্তও নেটিজেনদের নজর কাড়ে। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন মধুমিতা ও দেবমাল্য। টলিপাড়ার সহকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাঁদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন। এক অনুরাগীর মন্তব্য, সব নিয়ম মেনে, সুন্দরভাবে বিয়ে করে আবারও মন জয় করেছেন মধুমিতা।
কাজের দিক থেকে আপাতত ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে। মেগা ধারাবাহিকের শুটিংয়ের চাপ থাকায় এখনই হানিমুনে যাওয়া হচ্ছে না। তবে মাসখানেক পর সময় বের করে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে নবদম্পতির—এমনটাই জানিয়েছেন মধুমিতা।
এমকে/টিএ